এইদিন ওয়েবডেস্ক,পুরুলিয়া,২৬ এপ্রিল : ২০১৬ সালে এসএসসির প্যানেলে নিয়োগ হওয়া নবম, দশম, একাদশ, দ্বাদশ, গ্রুপ সি, গ্রুপ ডি শিক্ষাকর্মী মিলিয়ে ২৫ হাজার ৭৫৩ জনের চাকরি বাতিল করেছে কলকাতা হাইকোর্টে । এতে চরম ক্ষিপ্ত হয়েছে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস । মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জি ‘আদালতের এই রায় মানিনা’ বলে হুঙ্কার দিয়ে বলেছিলেন যে ‘কলকাতা হাইকোর্ট বিজেপির একটা মহা তীর্থক্ষেত্র কেন্দ্র’ হয়ে গেছে । যদিও মুখ্যমন্ত্রীর এই মন্তব্যের পর ইতিমধ্যেই তার বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগে মামলা রজু হয়েছে । এবারে সরাসরি কলকাতা হাইকোর্টকেই তুলে দেওয়ার পক্ষে সওয়াল করেছেন মমতা ব্যানার্জির ‘ভাইপো’ তথা তৃণমূলের সেকেন্ড ইন কম্যান্ড অভিষেক ব্যানার্জি ।
বৃহস্পতিবার পুরুলিয়ার রাঘবপুর মোড় এলাকার একটি বাগানবাড়িতে নির্বাচনী কমিটির বৈঠকের পর অভিযোগ ব্যানার্জি মন্তব্য করেছেন, ‘কলকাতা হাইকোর্টের একাংশ বিজেপির সঙ্গে যোগসাজোশ করে চলছে । এই আদালত তুলে দেওয়াই উচিত । বেটিংয়ের নতুন মাত্রা যোগ করেছে কলকাতা হাইকোর্টের একাংশ। বিজেপির লোকেরা বেটিং করছেন,আর সেই বেটিংয়ের দোসর হিসাবে কাজ করছেন বিচারকের আসনে থাকা বিচারপতিরা ।’ তিনি বলেন,’আদালতের দৃষ্টিকোন দিয়ে দেখলে এক ১,০০০-১,৫০০ জন প্যানেলের বাইরে থেকে চাকরি পেয়েছেন,তার জন্য পুরো প্যানেলটাই বাতিল করে দেওয়া হল । তার দু’দিন আগে বিজেপি নেতা শুভেন্দু অধিকারী বলেছেন, আমি সপ্তাহের শুরুতেই বোমা ফাটাব ।’ এরপর তিনি প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নাম না করে বলেন,’একজন বিচারপতি বিজেপিতে যোগ দিয়েছেন । বেটিংয়ের নতুন মাত্রা যোগ করেছে কলকাতা হাই কোর্টের একাংশ। বিজেপির লোকেরা বেটিং করছেন। আর সেই বেটিংয়ের দোসর হিসাবে কাজ করছেন বিচারকের আসনে থাকা বিচারপতিরা।’ যদিও তিনি বলেছেন যে সব বিচারপতি বিজেপির হয়ে যায়নি । পরিশেষে অভিষেক বলেন,’গণতন্ত্রে কারও কোনও ক্ষমতা নেই। মানুষই শেষ কথা বলবে । আগামী ৪ তারিখে ভোট বাক্স খুললে দেখবেন যে জয় মানুষেরই হয়েছে, চক্রান্তকারীদের নয় ।’ সেই সাথে চাকরিহারাদের ‘হতাশ’ না হওয়ার জন্য অনুরোধ করে তাদের পাশে থাকার বার্তা দিয়েছেন অভিষেক ব্যানার্জি ।।