নিজস্ব প্রতিনিধি,কালনা,১৭ জানুয়ারী : এক বৃদ্ধের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়ালো পূর্বস্থলীতে । মৃতের নাম অরুণ বসাক (৬৭) । তার বাড়ি নসরতপুর পঞ্চায়েতের উত্তর গোয়ালপাড়া এলাকায় । তিনি তন্তবায়ের কাজ করতেন । রবিবার সকালে বাড়িতে থাকা পাওয়ারলুমের মেশিনে গায়ের চাদর জড়িয়ে মৃত্যু হয়েছে বলেই অনুমান পরিবারের লোকজনের ।মৃত ব্যক্তির দেহ ময়নাতদন্তের জন্য কালনা মহকুমা হাসপাতালে নিয়ে আসা হয়।
স্থানীয় সুত্রে জানা গেছে, এদিন সকালে ওই বৃদ্ধ নিজের বাড়িতেই পাওয়ারলুমে কাজ করছিলেন । একটা সময় মেশিনের আওয়াজ বন্ধ হয়ে গেলে তাঁর ছোট ছেলে ঘরে গিয়ে দেখতে যান । তখন তিনি দেখতে পান তাঁর বাবা ওই পাওয়ারলুমের মেশিনে চাদরের ফাঁস লেগে পড়ে রয়েছেন । পাওয়ারলুমের মোটরটিও বন্ধ হয়ে গেছে । সাথে সাথেই কালনা মহকুমা হাসপাতালে নিয়ে এলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষনা করেন ।মর্মান্তিক এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে ।।