এইদিন ওয়েবডেস্ক,গুসকরা(পুর্ব বর্ধমান),০৫ ডিসেম্বর ঃ কবরস্থানের জায়গা কেনার জন্য পাড়ায় চাঁদা সংগ্রহ করা হয়েছিল । চাঁদার টাকা জমা রাখা হয়েছিল পাড়ারই এক ব্যক্তির কাছে । সেই টাকা নিয়ে হিসাবের সময় কিছু গড়মিল ধরা পড়লে দু’পক্ষের মধ্যে তুমুল অশান্তি বেধে যায় । ক্রমে তা সংঘর্ষের চেহারা নেয় । শুক্রবার রাতে পূর্ব বর্ধমান জেলার গুসকরা পুরসভা এলাকার ৪ নম্বর ওয়ার্ডের তুরিপাড়া এলাকার এই ঘটনায় ৩ জন গুরুতর জখম হয়েছেন । আহতদের মধ্যে একজনের হাতের আঙুল বটির কোপে বিছিন্ন হয়ে গেছে বলে জানা গেছে । আহতরা বর্তমানে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন । এই ঘটনায় ৬ জনকে গ্রেফতার করেছে গুসকরা ফাঁড়ির পুলিশ ।
স্থানীয় সূত্রে জানা গেছে, গুসকরা পুর এলাকার তুরিপাড়ায় পাড়ায় ২২-২৪ টি মুসলিম পরিবারের বসবাস । কিন্তু পাড়ায় কোনও কবরস্থান নেই । তাই পাড়ায় একটা কবরস্থান করার উদ্যোগ নেয় তুরিপাড়ার বাসিন্দারেরা । কবরস্থানের জায়গা কেনার জন্য স্থানীয়রা নিজেদের মধ্যে চাঁদা তুলছিল। সেই টাকা জমা রাখা হচ্ছিল মুজিবর শেখ নামে ওই পাড়ারই এক বাসিন্দার কাছে ।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে কবরস্থান নিয়ে পাড়ায় একটা মিটিং ডাকা হয়েছিল । ওই মিটিং-এ চাঁদার টাকার হিসাব হয় । তখন ৫০০০ টাকা গড়মিল ধরা পড়লে মুজিবর শেখের সঙ্গে ওই পাড়ারই বাসিন্দা ডালিম শেখের পরিবারের মধ্যে তুমুল বচসা শুরু হয়ে যায় । , ডালিম পক্ষের দাবি তাঁরা ওই ৫০০০ টাকা মুজিবরের কাছে আগেই জমা দিয়েছেন । কিন্তু মুজিবুর তা অস্বীকার করেন ।
জানা গেছে,অশান্তির মাঝে লাঠিসোঁটা, বটি প্রভৃতি নিয়ে দুপক্ষের লোকজন মুখোমুখি দাঁড়িয়ে পড়ে। তারপর তুমুল সংঘর্ষ শুরু হয়ে যায় । সেই সময়
ওই পাড়ার বাসিন্দা গুসকরা পুরসভার অস্থায়ী কর্মী সাবির শেখকে তুলে এনে বেদম পেটানো হয় বলে অভিযোগ । তার মাঝেই নূর ইসলাম শেখ নামে এক ব্যক্তি সাবিরকে লক্ষ্য করে বঁটির কোপ বসায় । সাবির হাত বাড়িয়ে আটকাতে গেলে তাঁর হাতের বৃদ্ধাঙ্গুষ্ট বিছিন্ন হয়ে যায় । এছাড়া মুজিবুর শেখ ও তার ছেলে সাহিদ শেখও গুরুতর আহত হন।
খবর পেয়ে পুলিশ গিয়ে আহতদের উদ্ধার করে প্রথমে গুসকরা প্রাথমিক স্বাস্থকেন্দ্রে আনে। পরে তাঁদের বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয় ৷ দুপক্ষই থানায় এনিয়ে অভিযোগ দায়ের করেছে । অভিযোগ পাওয়ার পর পুলিশ ৬ জনকে গ্রেফতার করে ।পুলিশ জানিয়েছে ধৃতদের নাম ডালিম শেখ,শেখ নূর ইসলাম,সালমান মিঞা,সফিকুল শেখ,সুরজ শেখ ও শেখ নাজমুল ইসলাম। এদের প্রত্যেকের গুসকরা পুরসভার ৪ নম্বর ওয়ার্ডে তুরিপাড়ার বাসিন্দা ।।