এইদিন ওয়েবডেস্ক,নয়াদিল্লি,০৮ নভেম্বর : ভারতে ফের সন্ত্রাসবাদী হামলার ষড়যন্ত্র করছে আন্ডারওয়ার্ল্ড ডন দাউদ ইব্রাহিম । চলতি বছরের আগস্টে মুম্বাই পুলিশ ফেরার আন্ডারওয়ার্ল্ড ডন দাউদ ইব্রাহিম কাসকর এবং শাকিল শেখ ওরফে ছোটা শাকিলের তিন সহযোগী আরিফ আবুবকর শেখ, শাব্বির আবুবকর শেখ এবং মহম্মদ সেলিম কুরেশি ওরফে সেলিম ফ্রুটকে গ্রেপ্তার করে । সন্ত্রাসবাদী কার্যকলাপে অর্থায়নের মামলায় গ্রেপ্তার হওয়া ওই তিন সন্ত্রাসবাদী ছাড়াও পলাতক দাউদ ইব্রাহিম এবং ছোটা শাকিলের বিরুদ্ধে দিন দুয়েক আগে একটি চার্জশিট দাখিল করেছে ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি (এনআইএ) । সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী,ওই চার্জশিটেই উল্লেখ রয়েছে ভয়ঙ্কর এই ষড়যন্ত্রের কথা । আদালতে দাখিল করা চার্জশিটে এনআইএ জানিয়েছে, দাউদ ইব্রাহিম মুম্বাইয়ে সন্ত্রাসবাদের একটি সিন্ডিকেট গড়ে তোলার চেষ্টা । তার জন্য সে হাওয়ালার মাধ্যমে বিপুল পরিমান অর্থ পাঠাচ্ছে ভারতে ।
এনআইএ জানিয়েছে, ভারতে আতঙ্কের পরিবেশ সৃষ্টি করতে দাউদ ইব্রাহিমের ‘ডি-কোম্পানি’ রাজনৈতিক নেতা,বড় বড় ব্যবসায়ী এবং সেলিব্রিটিদের নিশানা করার চেষ্টা করছে । সারা ভারতে ভয়ের পরিবেশ সৃষ্টি করতে সন্ত্রাসবাদী হামলার ষড়যন্ত্র করেছে দাউদ ইব্রাহিম । এজন্য একটি বিশেষ ইউনিটও গড়া হয়েছে । এনআইএ বলেছে,তদন্তে সামনে এসেছে যে ধৃতরা পলাতক দাউদ ইব্রাহিমের কাছ থেকে হাওয়ালার মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ পেয়েছে । চলতি বছরে দাউদ ইব্রাহিমের নির্দেশে ছোটা শাকিল হাওয়ালার মাধ্যমে ধৃত আরিফ শেখ এবং শাব্বির শেখকে পাকিস্তান থেকে ২৫ লাখ টাকা পাঠিয়েছিল । শুধু তাই নয়, দাউদ ভারতে সন্ত্রাসবাদী হামলার জন্য গত ৪ বছরে ১২-১৩ কোটি টাকা পাঠিয়েছে বলে দাবি করেছে জাতীয় তদন্তকারী সংস্থা ।।