এইদিন ওয়েবডেস্ক,কিয়েভ,০২ মার্চ ২০২২ : রাশিয়ার লাগাতার হামলায় বিধ্বস্ত ইউক্রেন । একদিকে সমাধান সুত্র বের করার জন্য আলোচনার টেবিলে দুই দেশের প্রতিনিধিরা ৷ অন্যদিকে আক্রমণ অব্যাহত রেখেছে রাশিয়া । বহু মানুষ দেশ ছেড়ে পালিয়ে যাচ্ছে ইউক্রেন থেকে । কিন্তু দেশপ্রেমে উদ্বুদ্ধ এমন বহু মানুষ রয়েছেন যাঁরা রাস্ট্রের আহ্বানে যোগ দিয়েছেন ইউক্রেনীয় সেনাবাহিনীতে । অস্ত্র হাতে লড়াই করে যাচ্ছেন রুশ সেনার বিরুদ্ধে ।পিছিয়ে নেই ইউক্রেনের খেলোয়াড়রাও । রাশিয়ার আক্রমণ থেকে দেশকে বাঁচাতে খেলা ছেড়ে সরাসরি যুদ্ধের ময়দানে নামার ইচ্ছা প্রকাশ করেছেন ইউক্রেনের টেনিস তারকা সের্গেই স্টাখভস্কি( Sergei Stakhovsky) এবং বক্সার ভ্যাসিলি লোমাচেঙ্কো (Vasily Lomachenko) । তাঁরা ইউক্রেনের প্রতিরক্ষায় সহায়তা করার জন্য নামও লিখিয়েছেন বলে খবর । উল্লেখ্য,গত জানুয়ারিতে অস্ট্রেলিয়ান ওপেনের পর অবসর নিয়েছেন ইউক্রেনের ৩৬ বছর বয়সী টেনিস তারকা সের্গেই স্টাখভস্কি ।
দিন কয়েক আগে বক্সার ভ্যাসিলি লোমাচেঙ্কো তার ফেসবুক অ্যাকাউন্টে একটি ছবি শেয়ার করেছিলেন । সেখানে তাঁকে সামরিক ইউনিফর্ম ও একটি রাইফেল কাঁধে দেখা গেছে । শেয়ার করা ছবিতে তিনি ইউক্রেনের টেরিটোরিয়াল ডিফেন্স ফোর্সে যোগদানের কথা লিখেছিলেন । তিনি ছাড়াও হেভিওয়েট বক্সিং চ্যাম্পিয়ন ওলেক্সান্ডার ইউসিকও যুদ্ধের জন্য নাম লিখিয়েছেন বলে খবর। তিনি গত বছরের সেপ্টেম্বরে ব্রিটেনের অ্যান্থনি জোশুয়াকে পরাজিত করেছিলেন ।
এদিকে বেলারুশে চলা রাশিয়া-ইউক্রেনের আলোচনায় কোনও সমাধান সুত্র এখনও বের হয়ে আসেনি । তবে দু’দিন ধরে দফায় দফায় বৈঠক চলছে । বিশ্ববাসীর আশা দ্রুত সেনা প্রত্যাহারের ঘোষণা করবেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন । পরিসমাপ্তি হবে অবাঞ্ছিত এই ধ্বংশলীলা ।।