এইদিন ওয়েবডেস্ক,খারকিভ,১৬ এপ্রিল : রাশিয়ান সৈন্যদের দ্বারা খারকিভের আবাসিক এলাকাগুলিতে গুলি চালানোয় কমপক্ষে ৮ জনের মৃত্যু হয়েছে,৪২ জন আহত হয়েছে বলে দাবি করল ইউক্রেন ৷ খারকিভের আঞ্চলিক স্বাস্থ্য বিভাগের প্রধান ম্যাক্সিম হাউস্তভ(Maksym Houstov) বলেন, ‘শুক্রবার ভোর ৪ টে ১৬ নাগাদ খবর আসে খারকিভের ট্র্যাক্টর কারখানার আশেপাশে গোলাগুলির সময় প্রচুর সংখ্যক সাধারন মানুষ হতাহত হয়েছে । তারপর ঘটনাস্থলে ২৯ জন অ্যাম্বুলেন্স ক্রু মোতায়েন করা হয়েছিল । তারা ৮ টি মৃতদেহ এবং ৪২ জন আহতকে উদ্ধার করে । আহতদের মধ্যে ৯ জন শিশু এবং ৩৩ জন প্রাপ্তবয়স্ক রয়েছে ।’
খারকিভের আঞ্চলিক সামরিক প্রশাসনের প্রধান সিনিহুবভ(Syniehubov) জানিয়েছেন,শুক্রবার রুশবাহিনী খারকিভের একটি আবাসিক এলাকাতে গোলাবর্ষণ করেছে। নিহতদের মধ্যে ৭ মাস বয়সী একটি শিশুও রয়েছে ৷ তিনি রাশিয়াকে কটাক্ষ করে বলেন,’বিশ্বের দ্বিতীয়-সেরা সেনাবাহিনী শুধুমাত্র সাধারণ মানুষদের সাথে লড়াই করতে সক্ষম ।’ খারকিভের বাসিন্দাদের যতটা সম্ভব রাস্তা এড়িয়ে চলার জন্য অনুরোধ করেছেন সিনিহুবভ ।
পাশাপাশি রুশ সেনার বিরুদ্ধে খারকিভে ৯ টি কবরস্থান ধ্বংস করার অভিযোগ তুলেছে ইউক্রেন । জানানো হয়েছে,ওই কবরস্থানগুলির মধ্যে ৪৩০২ জন পোলিশ যুদ্ধবন্দীর গণকবর,ক্যাটিন গণহত্যার (Katyn Massacre) শিকার ৪৯৩ জনের কবর এবং ১৯৩৭-৩৮ সালে সোভিয়েত কর্তৃপক্ষ কর্তৃক মৃত্যুদণ্ড দেওয়া ২,৭৪৬ জন নাগরিকের কবর রয়েছে বলে জানা গেছে ।।