এইদিন ওয়েবডেস্ক,দুবরাজপুর(বীরভূম),১৮ মার্চ : হোলি খেলে পুকুরে স্নান করতে গিয়ে তলিয়ে গিয়ে মৃত্যু হল দ্বাদশ শ্রেণীর দুই পড়ুয়ার । শুক্রবার দুপুরে এই ঘটনাটি ঘটেছে বীরভূম জেলার দুবরাজপুর পুর এলাকার । পুলিশ জানায়,মৃত দুই পড়ুয়ার নাম নবীন দাস ও স্নেহাশীষ দে । নবীনের বাড়ি দুবরাজপুর পুরসভার ১৩ নম্বর ওয়ার্ডের সেন পাড়ায় । স্নেহাশীষ ১৪ নম্বর ওয়ার্ডের আচার্য পাড়ার বাসিন্দা । তারা দু’জনেই দুবরাজপুর শ্রী শ্রী সারদা বিদ্যাপীঠের দ্বাদশ শ্রেনীর ছাত্র ছিল। এই বছরই উচ্চমাধ্যমিক পরীক্ষা ছিল তাঁদের । মর্মান্তিক ঘটনায় শোকস্তব্ধ পরিবার পরিজন ও প্রতিবেশীরা ।
স্থানীয় সুত্রে জানা গেছে,একই স্কুলে পড়াশোনা করার সুবাদে নবীন দাস ও স্নেহাশীষ দে পরস্পরের ঘনিষ্ঠ বন্ধু ছিল । এদিন সকাল থেকে হোলি খেলার পর তারা দুবরাজপুরের সিঙ্গে পুকুরে স্নান করতে গিয়েছিল । সেই সময় দু’জনই পা ফসকে গভীর জলে চলে যায় । দুই বন্ধুই সাঁতার জানতো না বলে জানা গেছে ।
জানা গেছে, সেই সময় পুকুরে আরও ২৫-৩০ জন স্নান করছিলেন । তাদের নজরে পড়ে গেলে জলে নেমে খোঁজাখুঁজি শুরু করে । ইতিমধ্যে পরিবারের লোকজন ও প্রতিবেশীরা খবর পেয়ে পুকুর পাড়ে জমা হন । খবর পেয়ে দুবরাজপুর থানার ওসি আফরোজ হোসেনের নেতৃত্বে আসে বিশাল পুলিশবাহিনী । সকলে মিলে পুকুরের জলে নেমে দুই কিশোরের সন্ধানে খোঁজাখুঁজি শুরু করে । কিন্তু তাদের কোনও সন্ধান পাওয়া যায়নি । শেষে বেশ কয়েক ঘন্টা পর দুই বন্ধুর মৃতদেহ পুকুরের জলে ভেসে ওঠে । তা দেখে কান্নায় ভেঙে পড়েন মৃতের পরিবারের লোকজন । পুলিশ মৃতদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় ।।