এইদিন ওয়েবডেস্ক,বাঁকুড়া,৩০ মে : তৃণমূলের দুই গোষ্ঠীর সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠলো বাঁকুড়া জেলার বিষ্ণুপুর থানা এলাকার বেলিয়াড়া গ্রাম । শনিবার রাতভর ব্যাপক বোমাবাজি চলে গ্রামে । পাশাপাশি আটটি বাড়িতে ব্যাপক ভাঙ্গচুর চালানো হয়েছে বলে অভিযোগ । খবর পেয়ে বিষ্ণুপুর থানা থেকে বিশাল পুলিশবাহিনী গ্রামে পৌঁছোয় । পুলিশ ঘটনাস্থল থেকে বেশ কিছু তাজা বোমা উদ্ধার করেছে বলে জানা গেছে । এই ঘটনায় যুক্ত থাকার অভিযোগে উলিয়াড়া অঞ্চল তৃণমূল সভাপতি রুস্তম আলি খানসহ ৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ । রবিবার ধৃতদের বিষ্ণুপুর মহকুমা আদালতে তোলা হয় ।
প্রসঙ্গত, ২০২০ সালের ১ আগষ্ট খুন হন উলিয়াড়া গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান তথা বেলিয়াড়া অঞ্চলের বাসিন্দা তৃণমূল নেতা বাবর আলি শেখ । খুনের ঘটনায় নাম জড়ায় বর্তমান পঞ্চায়েত প্রধান তসমিরা খাতুনের স্বামী তৃণমূল নেতা রহিম মণ্ডলের । পুলিশ তাঁকে গ্রেফতার করে । তার পর থেকেই তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে চাপা উত্তেজনা চলছিল । শেষে শনিবার রাতে দুই গোষ্ঠীর মধ্যে তুমুল সংঘর্ষ বেধে যায় । রবিবার সকালে দেখা গেল চাপা আতঙ্ক রয়েছে এলাকায় । ফের যাতে কোনও অশান্তির ঘটনা না ঘটতে পারে তার জন্য মোতায়েন রাখা হয়েছে বিশাল পুলিশবাহিনী ।
মৃত বাবর আলি শেখের মেয়ে মামনি খাতুনের দাবি, ‘বাবাকে খুনের ঘটনা দেখেছিল আমার ভাই। তাই ভাইকে সরিয়ে দিতেই ওরা এই আক্রমণ চালায় । বাবাকে খুনের ঘটনায় সামসো পালোয়ান,রহিম শেখ ও বিষ্ণুপুর ব্লক যুব তৃণমূলের সহ সভাপতি সেলিম পালোয়ানরাও যুক্ত ছিল ।’
যদিও এই অভিযোগ অস্বীকার করেছেন সেলিম পালোয়ান । তাঁর দাবি, ‘আমি ঐ ঘটনায় যুক্ত নই । আমার বিরুদ্ধে সম্পুর্ন ভিত্তিহীন অভিযোগ করা হচ্ছে ।’ শনিবার রাতের ঘটনা প্রসঙ্গে জানতে চাওয়া হলে তৃণমূলের জেলা সভাপতি শ্যামল সাঁতরা বলেন, ‘বিষয়টি শুনেছি । বিস্তারিত জেনে তবেই এবিষয়ে মন্তব্য করব ।’।