এইদিন ওয়েবডেস্ক,মঙ্গলকোট(পূর্ব বর্ধমান),০৩ জুন : শুক্রবার সন্ধ্যায় ওড়িশার বালাসোরে ভয়াবহ ট্রেন দূর্ঘটনা ঘটেছে । দূর্ঘটনায় বহু যাত্রী হতাহত হয়েছে । এদিকে ওই ট্রেনে চড়েই কেরালায় কর্মস্থলে যাচ্ছিলেন মঙ্গলকোটের দুই পরিযায়ী শ্রমিক- আহম্মেদ আলী শেখ ওরফে সাবু শেখ এবং ইয়াদ আলী সেখ । কিন্তু দূর্ঘটনার পর থেকেই তাদের সাথে আর যোগাযোগ করা সম্ভব হয়নি । ফলে চরম উদ্বিগ্ন ওই দু’জনের পরিবার ।
জানা গেছে,নিখোঁজ দুই পরিযায়ী শ্রমিকের মধ্যে ইয়াদ আলি শেখের বাড়ি মঙ্গলকোটের ক্ষীরগ্রাম অঞ্চলের অন্তর্গত কুরুম্বা গ্রামে । তিনি কেরালার রাজমিস্ত্রির কাজ করেন । বাড়িতে রয়েছেন স্ত্রী, ১২ বছরের একটি ছেলে এবং ৭ বছরের একটি মেয়ে । পরিবার সূত্রে জানা গেছে,শুক্রবার খুব সকালের দিকে বাড়ি থেকে বের হয়ে কর্মস্থলের উদ্দেশ্যে রওনা হয়েছিলেন ইয়াদ আলি শেখ । বিকেল ৩ টে নাগাদ পরিবারের সঙ্গে ফোনে কথা হয় । কিন্তু সন্ধ্যে সাড়ে সাতটার পর থেকে আর তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি । ইয়াদ আলি শেখের স্ত্রী বলেন,’আমরা বারবার ফোন করছি,রিংও হচ্ছে,কিন্তু কেউ ফোন রিসিভ করছে না । খুব চিন্তায় আছি আমরা ।’
শুক্রবার সন্ধ্যায় ওড়িশার বালাসোর থেকে প্রায় ৪০ কিলোমিটার দূরে একটি পণ্যবাহী ট্রেনের সাথে করোমন্ডল এক্সপ্রেসের সংঘর্ষ হয় । সংঘর্ষের পর করোমন্ডল এক্সপ্রেসের ট্রেনের ৩ টি স্লিপার কোচ ছাড়া বাকি বগি লাইনচ্যুত হয়ে যায় । প্রায় ১৮ টি কোচ লাইনচ্যুত হয়েছে বলে জানা গেছে । করোমন্ডল এক্সপ্রেস কলকাতার শালিমার রেলওয়ে স্টেশন ও ট্রেনটি চেন্নাই সেন্ট্রালের মধ্যে চলছিল ।।

