এইদিন ওয়েবডেস্ক,ঝালকাঠি(বাংলাদেশ),১৯ জুন : বাংলাদেশে পদ্মায় দুই লঞ্চের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটল । রবিবার ভোর ৩ টের দিকে ঘটনাটি ঘটেছে শরীয়তপুরের টার্নিং পয়েন্টে । দূর্ঘটনায় ফেরিতে থাকা বিভিন্ন যানবাহনের অন্তত ২০ জন চালক ও যাত্রী আহত হয়েছেন। আহতদের মধ্যে মহিলা ও শিশুও রয়েছে । মৃত্যু হয়েছে একজনের । মাওয়া নৌ-পুলিশ স্টেশনের দায়িত্বপ্রাপ্ত আধিকারিক আবু তাহের মিয়া জানান,মৃতের নাম খোকন শিকদার । তার বাড়ি ঝালকাঠির কাঠালিয়া উপজেলার চিংড়াখালি গ্রামে । তিনি বলেন, ‘ফেরিতে থাকা অন্তত ১১টি ব্যক্তিগত চারচাকা গাড়ি, মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহন ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া একটি পিকআপ ভ্যানের চালক নিখোঁজ রয়েছেন ।
প্রত্যক্ষদর্শী ও বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) জানিয়েছে, বেগম রোকেয়া ও বেগম সুফিয়া কামাল নামে ওই দুই লঞ্চে প্রায় অর্ধশতাধিক যানবাহন নিয়ে পদ্মা নদী পারাপার করছিল । যানবাহন ছাড়াও দুই লঞ্চে ছিল বেশ কিছু যাত্রী । কিন্তু পদ্মা নদীতে শরীয়তপুর টার্নিং পয়েন্টে এলে দুটি লঞ্চের মুখোমুখি সংঘর্ষ হয় । এই দূর্ঘটনার জন্য লঞ্চ চালকদের অসতর্কতাকে দায়ী করছে বিআইডব্লিউটিসি ।।