প্রদীপ চট্টোপাধ্যায়,বর্ধমান,০৭ এপ্রিল : ‘গভর্নমেন্ট অফ ইন্ডিয়া’ স্টিকার লাগানো গাড়িতে চেপে ছাগল চুরি করতে বেরিয়েছিল চোরের দল । তবে এই পন্থা নিয়েও সফল হতে পারেনি চোরেরা । বর্ধমানের সরাইটিকর পঞ্চায়েতের শান্তিপাড়া এলাকার বাসিন্দারের হাতে একটি ছাগল সহ বমাল ধরা পড়ে যায় দুই ছাগল চোর । সেই সঙ্গে তাদেরকে হজম করতে হয় ব্যাপক গণধোলাই । খবর পেয়ে বর্ধমান থানার পুলিশ ঘটনাস্থলে পৌছে দুই ছাগল চোরকে উদ্ধার করে বর্ধমান মেডিক্যাল কলেজ হাহপাতালে নিয়ে গিয়ে ভর্তি করে।সরকারী স্টিকার লাগানো গাড়িতে চড়ে বের হওয়া ছাগল চোর ধরা পড়ার ঘটনা পুলিশ কর্তাদেরও ভাবিয়ে তুলেছে ।
শান্তিপাড়ার বাসিন্দা রেহানা বিবি ও শাকিব হোসেন খাঁন জানান,বেশ কছুদিন দিন যাবৎ এক এক করে ছাগল গায়েব হয়ে যাচ্ছিল সড়াইটিকর পঞ্চায়েতের শান্তিপুর ও পাশ্ববর্তী এলাকা থেকে।ছাগল প্রতিপালকরা এলাকায় তন্নতন্ন করে খোঁজ চালিয়েও আর তাঁদের ছাগলের হদিম আর পাননা। শাকিব হোসেন খান ও রেহেনা বিবি বলেন,এমন যখন ঘটছে তখন গ্রামের অনেকের নজরে আসে কালো কাঁচ দেওয়া সরকারি স্টিকার লাগানো একটা চারচাকা গাড়ি প্রত্যেকদিন এলাকায় ঘোরাফেরা করছে। তা দেখে ওই গাড়িটিকে নিয়ে গ্রামের অনেকের সন্দেহ তৈরী হয় ।
তারই মধ্যে বৃহস্পতিবার দুপুরে ফের ওই একই সরকারি স্টিকার লাগানো গাড়ি এলাকায় পাক মারতে শুরু করে । এরপর হঠাৎ করেই ওই গাড়িতে থাকা লোকজন এলাকার রাস্তায় চরতে থাকা একটি ছাগল গাড়িতে তুলে নিয়ে পালানোর চেষ্টা করে । তখনই গাড়িটির পথ আটকায়। গাড়ির ভিতর থেকে উদ্ধার হয় ছাগল। এই ঘটনা জানাজানি হতেই বহু মানুষ সেখানে জড়ো হয়ে গাড়িটিতে ভাঙচুর চালায়। গাড়ির চালক ও তার সঙ্গে থাকা এক ব্যক্তিকেও মারধর করে ।
পরে তাঁরাই দুই ছাগল চোরকে বর্ধমান থানার পুলিশের হাতে তুলে দেয়।এলাকাবাসী অভিযোগ করেন ,সরকারি স্টিকার লাগানো গাড়িতে চড়ে কেউ ছাগল চুরি করতে বেরহদে এমনটা তাঁরা কল্পনাও করতে পারেন নি ।ছাগল চোরেদের ব্যবহৃত গাড়িটি আটক করার পাশাপাশি বর্ধমান থানার পুলিশ দুই ছাগল চোরকেও গ্রেফতার করেছে।ধৃতরা কোথা থেকে এসেছিল, কেন তারা গাড়িতে সরকারি স্টিকারের ব্যবহার করেছিল এই সব বিষয়েও পুলিশ তদন্ত শুরু করেছে ।।