প্রদীপ চট্টোপাধ্যায়,বর্ধমান,১১ মে : তৃণমূল কংগ্রেসের মহিলা কর্মীকে মারধরের অভিযোগে ২ বিজেপি কর্মীকে গ্রেফতার করল মেমারি থানার পুলিশ । পুলিশ জানিয়েছে ধৃতদের নাম প্রদীপ রায় ও শুভ রায় । তাঁদের বাড়ি পূর্ব বর্ধমানের মেমারি পৌরসভার ১৩ নম্বর ওয়ার্ডের রায়পাড়ায় । সোমবার রাতে বাড়ি থেকে তাঁদের গ্রেপ্তার করে পুলিশ ।মঙ্গলবার ধৃতদের পেশ করা হয় বর্ধমান আদালতে । সিজেএম যদিও ধৃতদের জামিন মঞ্জুর করেছেন ।
পুলিশ সুত্রে জানা গেছে আক্রান্তের নাম ঝর্ণা অধিকারী । মেমারি পৌরসভার রায়পাড়াতেই তাঁর বাড়ি ।নিজেকে তৃণমূল কংগ্রেসের কর্মী হিসাবে দাবি করেছেন ঝর্ণাদেবী । মহিলার অভিযোগ, গত সোমবার এলাকার প্রাইমারি স্কুলের পড়ুয়াদের মিড-ডে মিলের চাল-ডাল দেওয়ার কথা ছিল । তাই তিনি বাড়ি বাড়ি বলতে বেরিয়েছিলেন । একই সঙ্গে ওইদিন বিকালে তৃণমূলের মিটিং ছিল । সেই কথাও তিনি এলাকার ওইসব বাড়ি গুলিতে গিয়ে জানান । ঝর্ণা অধিকারীর অভিযোগ , তিনি বাড়ি বাড়ি প্রচার করার সময়ে এলাকার বিজেপির কয়েকজন তাঁকে গালিগালাজ করে। এমনকি রড, লাঠি প্রভৃতি দিয়ে তাঁকে মারধরও করে। স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে মেমারি হাসপাতালে নিয়ে যান। প্রাথমিক চিকিৎসার পর তাঁকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়। পরে তিনি মারধোর হামায় ঘটনায় জড়িতদের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন।
মেমারি শহর তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি সৌরভ সাঁতরা এই বিষয়ে বলেন, ’দুই ধৃতই সক্রিয় বিজেপি কর্মী।ভোটে মেমারিতে বিজেপির ভরাডুবি হওয়ায় ১৩ নম্বর ওার্ডের বিজেপি কর্মীরা ক্ষোভে এলাকা অশান্ত করতে চাইছে । সেই কারণেই মারধর করা হয়েছে তাঁদের দলের মহিলা কর্মীকে । তৃণমূল নেতা সৌরভ সাঁতরা এদিন স্পষ্ট জানিয়ে দেন , বিজেপি কর্মীদের হিংসার মোকাবিলায় এবার তাঁরা রাজনৈতিক ভাবেই করবেন ।।