প্রদীপ চট্টোপাধ্যায় ও আমিরুল ইসলাম,বর্ধমান,১১ মে : বর্ষা শুরু হতে না হতেই পূর্ব বর্ধমান জেলায়
শুরু হয়েছে বিষধর সাপের উপদ্রব । ঝড় বৃষ্টি থামতেই মঙ্গলবার সন্ধ্যায় বিষধর সাপের ছোবলে জেলার মঙ্গলকোটের বোনপাড়া গ্রামে মৃত্যু হল এক যুবকে । মৃতর নাম অর্ধেন্দু পাল (২২)। ময়নাতদন্তে পাঠানোর জন্যে পুলিশ মৃতদেহ উদ্ধার করেছে । যুবকের এমনমর্মান্তিক মৃত্যুতে শোকস্তব্ধ হয়ে পড়েছেন তাঁর পরিবার পরিজন ।
মৃত অর্ধেন্দু পালের বাবা শ্যামল পাল জানিয়েছেন, এদিন দুপুর থেকে প্রবল ঝড় বৃষ্টি শুরু হয় । বৃষ্টি থামার পর সন্ধ্যায় তাঁর ছেলে খামারে রাখা ধান কি অবস্থায় আছে তা দেখতে যায় । সেখান থেকে বাড়ি ফিরে এসে ছেলে অর্ধেন্দু বলে তাঁকে সাপে কামড়িয়েছে। শ্যামলবাবু জানান ,তড়িঘড়ি তিনি তাঁর ছেলেকে মঙ্গলকোট ব্লক হসপিটালে নিয়ে যান ।সেখানেই কিছু সময় বাদ অর্ধেন্দু মারা যায় ।।