প্রদীপ চট্টোপাধ্যায়,বর্ধমান,২৯ জুলাই : গামছা দিয়ে গলা পেঁচিয়ে শ্বসরোধ করে এক তৃণমূল কর্মীকে খুনের অভিযোগ উঠলো বিজেপি কর্মীদের বিরুদ্ধে।নিহতের নাম অসীম হাজরা ওরফে দয়াল (৪০)।তাঁর বাড়ি পূর্ব বর্ধমানের কালনা ২ ব্লকের বৈদ্যপুর পঞ্চায়েতের আটকোটিয়া গ্রামে । এই ঘটনা জানাজানি হতেই বৃহস্পতিবার রাত থেকে আটকোটিয়া এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে।ক্ষুব্ধ তৃণমূল কর্মীরা অভিযুক্ত হিসাবে কৃষ্ণচন্দ্র হাতি নামে এক বিজেপি কর্মীকে গাছেও বেঁধে রাখে। নিহতের ছেলে ঘটনা সবিস্তার উল্লেখ করে কালনা থানায় অভিযোগ দায়ের করেছে।জেলার অতিরিক্ত পুলিশ সুপার(গ্রামীণ)ধ্রুব দাস জানিয়েছেন,অভিযোগের ভিত্তিতে খুনের মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু হয়েছে ।’ অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে সরব হয়েছেন কালনার তৃণমূল নেতৃত্ব ।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আটকেটিয়া গ্রাম নিবাসী অসীম হাজরা সক্রিয় তৃণমূল কর্মী হিসাবেই এলাকায় পরিচিত ছিলেন।হরিনাম সংকীর্তন দলে ভালো খোল বাজিয়ে হিসাবেও তিনি পরিচিত ছিলেন। মৃতের ছেলে আশীষ হাজরা অভিযোগে জানিয়েছেন,স্থানীয় রামনগর এলাকায় বাড়ি বিজেপি কর্মী কৃষ্ণচন্দ্র হাতির। এই ব্যক্তি ও তার সহযোগীরা বৃহস্পতিবার সন্ধ্যায় স্থানীয় বুড়োশিবতলায় হরিনাম সংকীর্তনের আসরে যাওয়ার নাম করে তাঁর বাবা অসীম হাজরাকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায় । অভিযোগ, ওই দিন রাত ৮ টা নাগাদ বিড়ি খাওয়ার নাম করে অসীম হাজরাকে হরিনাম সংকীর্তন আসর থেকে একটু পাশে ডেকে নিয়ে যায় কৃষ্ণচন্দ্র হাতি ও তার লোকজন।সেখানেই ওই ব্যক্তিরা গলায় গামচা পেঁচিয়ে শ্বাসরোধ করে অসীম হাজরাকে খুন করে।এই ঘটনা দেখতে পেয়েই ঘটনাস্থলে থাকা লোকজন বিজেপি কর্মী কৃষ্ণচন্দ্র হাতিকে ধরে ফেলে তাকে একটি গাছে বেঁধে রাখে।খবর পেয়ে কালনা থানার পুলিশ ঘটনাস্থলে পৌছে অসীম হাজরাকে উদ্ধার করে থানায় নিয়ে যায় । সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
আশীষ হাজরা এদিন এও দাবি করেন,’গত বিধানসভা ভোটের সময়ে তাঁর বাবাকে প্রাণে মারার হুমকি দিয়ে তৃণমূল পার্টি করা ঘুচিয়ে দেবে এলাকার বিজেপির বুথ কর্মী কৃষ্ণচন্দ্র হাতি হুমকি দিয়েছিল । সেই হুমকি মতোই কৃষ্ণচন্দ্র হাতি ও তার লোকজন তাঁর বাবা অসীম হাজরাকে খুন করেছে বলে ছেলে আশীষ হাজরার অভিযোগ ।’ অভিযুক্তের স্ত্রী লতা হাতি এদিন বলেন,“অন্য দিনের মত বৃহস্পতিবার সন্ধ্যাতেও তাঁর স্বামী কৃষ্ণচন্দ্র হাতি বাড়ি থেকে হরিনাম তলায় যায়। এরপর কি ঘটনা ঘটেছে তা আমি বলতে পারবো না ।’
তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি প্রণব রায় বলেন, ‘অসীম হাজরা তৃণমূল কংগ্রেসের সক্রিয় কর্মী ছিলেন। গত বিধানসভা ভোটের সময়ে অসীম দেওয়াল লিখন থেকে শুরু করে দলের প্রতিটি মিটিং মিছিলেও অংশ নেয় । বিজেপির বুথকর্মী কৃষ্ণচন্দ্র হাতি ও তার সহযোগীরা পরিকল্পনা করে তৃণমূলের একনিষ্ঠ কর্মী অসীম হাজরাকে খুন করেছে ।’
যদিও বর্ধমান পূর্ব বিজেপির জেলা সভাপতি গোপাল চট্টোপাধ্যায় দাবি করেছেন,’গত বিধানসভা ভোটের সময়ে কৃষ্ণচন্দ্র হাতি বিজেপি করেছিল ঠিকই । তবে ২ মের ভোটের ফল ঘোষনার পর থেকে কৃষ্ণচন্দ্র বিজেপি দলের কারুর সঙ্গেই কোন যোগাযোগ রাখতেন না । তাই বিজেপির সঙ্গেও তার কোন সম্পর্ক নেই ।’ বিজেপির স্থানীয় নেতারা আবার দাবি করেন ’কৃষ্ণচন্দ্র ও অসীমের মধ্যেকার কোন পুরানো বিবাদের জেরে এই ঘটনা ঘটে থাকতে পারে ।এর সঙ্গে বিজেপির কোন সম্পর্ক নেই।শাসক দল অহেতুক এই ঘটনায় রাজনৈতিক রং লাগাতে চাইছে ।’।