প্রদীপ চট্টোপাধ্যায়,বর্ধমান,০৯ মে : ভোট পরবর্তী রাজনৈতিক হিংসা হানাহানির মাঝেই পূর্ব বর্ধমানে উলটপুরাণ ঘটালো তৃণমূল। ভোটের ফল প্রকাশের পর থেকে ঘর ছাড়া থাকা বিজেপি কর্মীদের বাড়ি ফিরিয়ে দিলেন তৃণমূল কংগ্রেসের নেতা কর্মীরাই । শুধু বাড়ি ফিরিয়ে দেওয়াই নয় , বর্ধমান উত্তর বিধানসভার রায়ান এলাকার তৃণমূল নেতৃত্ব রবিবার ঘরে ফেরা বিজেপি কর্মী পরিবারগুলির হাতে চাল ডালও তুলে দিলেন । তৃণমূল নেতা কর্মীদের এই মহানুভবতায় আপাতত স্বস্তিতে বিজেপি কর্মীরা ।
বাড়ি ছাড়া থাকা বিজেপি কর্মীরা এদিন বাড়ি ফিরে রায়ান অঞ্চল তৃণমূলের সভাপতি শেখ জামালকে আন্তরিক কৃতজ্ঞতা জানিয়েছে ।
বিজেপি কর্মী সামসের আলি এদিন বলেন, ‘ভোটের ফল বের হওয়ার পর ভয়ে ঘর ছেড়েছিলাম।তৃণমূল নেতা জামালভাই তাঁকে ও এলাকার অন্য ঘর ছাড়া বিজেপি কর্মীদের বাড়ি ফিরে আসতে বলেন। জামাল ভাইয়ের কথায় আশ্বস্ত হয়েই এদিন তাঁরা ঘরে ফিরে এলেন।’ ঘরে ফেরা বিজেপি কর্মীরা জানিয়েছেন, এবার তাঁরা তৃণমূল কংগ্রেসের সঙ্গেই চলার কথাও ভাবছেন ।
বর্ধমান উত্তরের বিধায়ক নিশীথ মালিক এই প্রসঙ্গে বলেন, “মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছেন কোথাও কোন রকম অশান্তি করা যাবে না।তাই যাঁরা ভোটে হেরে নিজে থেকেই বাড়ি ছাড়া হয়েছেন তাঁদের ফিরিয়ে আনা হচ্ছে। কারণ আমরা অশান্তি চাই না।শান্তি চাই“। অন্যদিকে শেখ জামাল বলেন ; আমাদের নেত্রী হিংসার বিরুদ্ধে। ব্লক সভাপতি কাকলি গুপ্তও আমাদের সবাইকে নিয়ে চলতে বলেছেন।ঈদের আগে বাড়ি ফিরে সবাই খুশিতে মাতোয়ারা হোক এটাই আমরা চাই । সেই কারণে ঘরে ফেরা অভাবীদের চাল ডাল দেওয়া হয়েছে ।শেখ জামাল বলেন,পরবে যদি নতুন জামাকাপড় না হয়ে থাকে তাও ঘরে ফেরাদের তারাই কিনে দেওয়ার উদ্যোগ নিয়েছেন ।
এই বিষয়ে জেলা বিজেপির সাধারণ সম্পাদক শ্যামল রায় বলেন, ’এই ঘটনা আমার জানা নেই। তবে যদি সত্যি হয় তা তো ভালো।ওদের শুভবুদ্ধির উদয় হয়েছে বলতে হবে’। বর্ধমান উত্তরের বিজেপি প্রার্থী রাধাকান্ত রায় বলেন, ’ভোটের ফল প্রকাশের পর থেকেই বহু বিজেপি কর্মী সমর্থক আক্রান্ত হয়েছে । ঘরছাড়াও রয়েছে অনেকে । তৃণমূল শাসকদল।তাদের উচিত সবাইকে ঘরে ফিরিয়ে আনা ।’।