এইদিন ওয়েবডেস্ক,বাঁকুড়া,০৯ মে : রাজ্যে আশানুরূপ ফল করতে পারেনি বিজেপি । ফলাফল ঘোষণার পর থেকেই বিজেপির প্রথম সারির কিছু কিছু নেতার মুখে ‘উলটো সুর’ শোনা যাচ্ছে । তবে এখনও পর্যন্ত কেউ দলছাড়ার কথা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেননি । এই পরিস্থিতির মাঝে দলের সঙ্গে যাবতীয় সম্পর্ক ছিন্ন করার কথা ঘোষণা করলেন বিজেপির রাজ্য সংখ্যালঘু মোর্চার কোষাধ্যক্ষ মোহর আলি মল্লিক । রবিবার সংবাদমাধ্যমের প্রতিনিধিদের কাছে পাঠানো এক ভিডিও বার্তায় তিনি এই কথাই জানিয়েছেন ।
বাঁকুড়া জেলার বিষ্ণুপুর বিধানসভা এলাকার পিয়ারডোবার বাসিন্দা মোহর আলি মল্লিক দীর্ঘদিন ধরে গেরুয়া শিবিরের সঙ্গে যুক্ত ছিলেন । তাঁকে রাজ্য সংখ্যালঘু মোর্চার কোষাধ্যক্ষের মত গুরুত্বপূর্ণ দায়িত্ব দিয়েছিল দল । এদিন সংবাদমাধ্যমের প্রতিনিধিদের কাছে একটি ভিডিও বার্তা পাঠান মোহর আলি মল্লিক । সেই বার্তায় তিনি স্পষ্ট ভাষায় জানিয়ে দেন, ‘আমি মোহর আলি মল্লিক, বিজেপির রাজ্য সংখ্যালঘু মোর্চার কোষাধ্যক্ষ । বিজেপির যারা কর্মী ছিলেন বা আছেন তাঁদের জানিয়ে দিতে চাই বিজেপির রাজ্য সংখ্যালঘু মোর্চার কোষাধ্যক্ষ পদ থেকে আজ আমি পদত্যাগ করছি । আগামী দিনে কি করব না করব তা আমি ফেসবুক লাইভের মাধ্যমে জানিয়ে দেবো । আজকের এই ভিডিও বার্তার পর থেকে ভারতীয় জনতা পার্টিতে আমি আর নেই । এটা আমার উর্দ্ধতন কর্তৃপক্ষকেও জানিয়ে দিয়েছি । পশ্চিমবঙ্গের সমস্ত ভাই ও বোনেদের বলবো এই কোভিড পরিস্থিতিতে আপনারা সকলে ভালো থাকুন । সুস্থ থাকুন । কোভিডকে হারিয়ে আবার আমাদের বাংলাকে সুস্থ সবল করে তুলতে হবে ।’ এরপর ফের তিনি দ্ব্যর্থহীন ভাষায় বলেন, ‘ভারতীয় জনতা পার্টির প্রত্যেক কর্মীকে আবারও বলি, আজ ০৮/০৫/২০২১ থেকে ভারতীয় জনতা পার্টির সঙ্গে আমার আর কোনও সম্পর্ক নেই । নমস্কার ।’
প্রসঙ্গত, এবারে বিধানসভা নির্বাচনে বাঁকুড়া জেলায় ভালো ফলাফল করেছে বিজেপি । বিষ্ণুপুর বিধানসভাসহ মোট ৮ টি আসন বিজেপির দখলে এসেছে । দল রাজ্যে ক্ষমতায় না এলেও নিজের জেলায় এত ভালো ফলাফলের পর মোহর আলি মল্লিক আচমকা কেন দলত্যাগ করতে গেলেন তা নিয়ে শুরু হয়েছে জল্পনা । যদিও এদিনের ভিডিও বার্তায় দলত্যাগের কারন ব্যাখ্যা করেননি বিজেপির সংখ্যালঘু মোর্চার প্রথম সারির এই নেতা । তবে তাঁর
আচমকা দলত্যাগের কারনে চরম অস্বস্তিতে পড়ে গেছে রাজ্য ও বাঁকুড়া জেলার বিজেপি নেতৃত্ব ।।
দেখুন ভিডিও :