এইদিন ওয়েবডেস্ক,বসিরহাট,০৫ জুন : রাজ্য রাজনীতিতে তোলপাড় ফেলা উত্তর ২৪ পরগণা জেলার বসিরহাট লোকসভার ফলাফলের দিকে গোটা দেশের নজর ছিল । কারন বসিরহাট লোকসভার সন্দেশখালির তৃণমূল নেতা শাহজাহান শেখ,শিবু হাজরাদের বিভিন্ন কর্মকাণ্ডকে নির্বাচনের ইস্যু করেছিল বিজেপি । সন্দেশখালির মানুষ, বিশেষ করে মহিলাদের একটা বড় অংশ তৃণমূলের বিরুদ্ধে সরাসরি সংঘাতের রাস্তায় নেমেছিলেন। তেমনই এক প্রতিবাদী নারী রেখা পাত্রকে প্রার্থী করেছিল বিজেপি । মুসলিম সংখ্যাগরিষ্ঠ বসিরহাটে তৃণমূলের ছিলেন শেখ নুরুল ইসলাম । বিজেপির আশা ছিল যে সন্দেশখালি আন্দোলনের সুফল এরা তারা পাবে । কিন্তু তাদের সেই আশায় হল ডেলে দিয়ে ৩,৩৩,৫৪৭ ভোটে জয়ী হয়েছে তৃণমূল প্রার্থী । তবে বসিরহাট লোকসভায় জিতলেও সন্দেশখালি বিধানসভাতে পরাজয়ের মুখ দেখতে হয়েছে তৃণমূলকে । তৃণমূল এখানে বিজেপির কাছে ৮,৩৮৭ ভোটে পরাজিত হয়েছে । সন্দেশখালিতে বিজেপি প্রার্থী রাখা পাত্র পেয়েছেন ৯৫,৮৬২ ভোট । সেখানে তৃণমূল প্রার্থীর পক্ষে ৮৭,৪৭৫ পড়েছে । সিপিএমের প্রার্থী সিপিএম নিরাপদ সর্দার ৩,৮২৫ এবংঅল ইন্ডিয়া সেকুলার পার্টি ৭,৫৬৬ ভোট পেয়েছেন ।
সন্দেশখালি থেকে বিজেপি প্রার্থীকে জেতানোয় এলাকার মানুষের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী টুইট করেছেন, ‘সন্দেশখালী বাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি; বিশেষ করে সাহসী শক্তি স্বরূপরা যারা দৃঢ়ভাবে শ্রীমতী রেখা পাত্রর পিছনে দাঁড়িয়েছিলেন এবং বসিরহাট সংসদীয় কেন্দ্রের অধীন সন্দেশখালি বিধানসভা কেন্দ্রে তাকে এগিয়ে রেখেছেন । আপনাদের লড়াই বৃথা যাবে না ।’।