এইদিন ওয়েবডেস্ক,আউশগ্রাম(পূর্ব বর্ধমান),২৮ মে : পূর্ব বর্ধমান জেলার আউশগ্রাম ব্লকের দারিয়াপুর গ্রাম ডোকরাশিল্পীদের গ্রাম বলে পরিচিত । প্রায় শ’খানেক পরিবারের বসবাস। সকলেই ডোকরাশিল্পের সঙ্গে যুক্ত । করোনার জেরে গত বছর ও চলতি বছরে লকডাউন পর্বের কারনে সঙ্কটে পড়েছে ওই সমস্ত পরিবারগুলি । দু’বেলা দু’মুঠো অন্ন জোগার করাই এখন চ্যালেঞ্জ হয়ে গেছে ডোকরাশিল্পী পরিবারগুলির কাছে । এই পরিস্থিতির কথা বিবেচনা করে অসহায় ওই পরিবারগুলির পাশে দাঁড়াল শাসকদল তৃণমূল কংগ্রেস । শুক্রবার থেকে আউশগ্রাম-১ ব্লক যুব তৃণমূল কংগ্রেসে উদ্যোগে দারিরাপুর গ্রামে শুরু করা হল কমিউনিটি কিচেন । মূলত দরিয়াপুর গ্রামের ওই পরিবারগুলির জন্য বিনামূল্যে মধ্যাহ্নভোজনের ব্যবস্থা করার জন্য যুব তৃণমূল কর্মীরা এই উদ্যোগ নিয়েছেন । এদিনের মেনুতে ছিল ভাত, ডাল, মুরগির মাংস । শাসকদলের পক্ষ থেকে এই প্রকার মানবিক উদ্যোগ নেওয়ায় খুশি দারিরাপুর গ্রামবাসী ।
আউশগ্রাম-১ ব্লক যুব তৃণমূল সভাপতি দেবাঙ্কুর চট্টোপাধ্যায় বলেন, ‘লকডাউনের কারনে দীর্ঘদিন ধরে কাজ নেই । ফলে খুবই অসহায় অবস্থার মধ্যে রয়েছেন দারিয়াপুর গ্রামের ডোকরাশিল্পীরা । তাই ওই সমস্ত পরিবারগুলির কথা ভেবে এদিন থেকে তাদের জন্য কমিউনিটি কিচেন চালু করা হয়েছে । এতে আশপাশের এলাকার বহু গরিব অসহায় মানুষরাও খাবার পাবেন । আপাতত এই কমিউনিটি কিচেন চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি আমরা ।’।