এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,০৩ জুন : ঝাড়গ্রামের বিজেপি প্রার্থী প্রণত টুডু এবং বসিরহাট লোকসভার বিজেপি প্রার্থী রেখা পাত্র আজ সোমবার কলকাতা হাইকোর্ট থেকে রক্ষাকবচ দেওয়া হয়েছে । আদালত প্রণত টুডুর বিরুদ্ধে এফআইআরের উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি নির্দেশ দিয়েছে যে আগামী ২১ জুন পর্যন্ত তাঁর বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ করতে পারবে না রাজ্য পুলিশ । অন্যদিকে পয়লা জুন বসিরহাট আসনে ভোটের সময় অশান্তির ঘটনায় রেখা পাত্রের বিরুদ্ধে এফআইআর রজু করেছিল পুলিশ । আজ কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা নির্দেশ দিয়েছেন পুলিশ ৫ জুলাই পর্যন্ত রেখার বিরুদ্ধে কোনো পদক্ষেপ নিতে পারবে না । রাজ্য পুলিশ আজ আদালতে একসঙ্গে জোড়া ধাক্কা খাওয়ায় তৃণমূল কংগ্রেস সরকারকে নিশানা করে শুভেন্দু অধিকারী কটাক্ষ করেছেন,’আদালতের কাছে চড় খেতে খেতে অভ্যস্ত হয়ে পড়েছে তৃণমূল সরকার ।’
তিনি টুইট করেছেন,’শাসক দল তৃণমূল পরিচালিত রাজ্য সরকার মহামান্য আদালতের কাছে চড় খেতে খেতে অভ্যস্ত হয়ে পড়েছে। মমতা ব্যানার্জির দলদাস পুলিশ ডাঃ প্রণত টুডু (ঝাড়গ্রামের বিজেপি প্রার্থী), শ্রীমতী রেখা পাত্র (বসিরহাটের বিজেপি প্রার্থী) এবং তমলুক লোকসভার কাউন্টিং এজেন্টদের মিথ্যা মামলায় জড়িয়ে দেওয়ার চক্রান্ত করেছিল যাতে ভোট গননাকে প্রভাবিত করা যায়। মহামান্য উচ্চ আদালত সমস্ত তদন্তের উপর স্থগিতাদেশ দিয়েছেন। রাজ্যের আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্ব মনে হয় এখন পুলিশের কাজের মধ্যে পড়ে না, তারা শাসকের চাটুকারিতায় ব্যস্ত। গণতন্ত্রকে রক্ষা করার লক্ষ্যে মহামান্য উচ্চ আদালতের এই রায় কে আমি স্বাগত জানাচ্ছি ।
সত্যমেব জয়তে ।’
প্রসঙ্গত,ষষ্ঠ দফার নির্বাচন চলাকালীন গড়বেতার মংলাপাতা এলাকায় বিজেপি প্রার্থী প্রণত টুডুর উপর হামলা চালায় দুষ্কৃতীদল । তার গাড়ি ভাঙচুর হয় ।আক্রান্ত হন নিরাপত্তায় থাকা জওয়ানরাও । প্রাণ বাঁচাতে সেখান থেকে ছুটে পালাতে হয় বিজেপি প্রার্থীকে । সেই দৃশ্য উপস্থিত সাংবাদিকদের ক্যামেরায় ধরাও পড়ে । ওই ঘটনার পর উলটে মানিক পাঠান নামে এক তৃণমূল নেতা বিজেপি প্রার্থীর বিরুদ্ধে এফআইআর দায়ের করে । পুলিশ প্রার্থীর বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করে । প্রণত টুডুর অভিযোগ, তাকে হেনস্থা করার উদ্দেশ্যেই পুলিশকে কাজে লাগিয়ে ভূয়ো মামলা করছে তৃণমূল সরকার ।
অন্যদিকে গত ৬ মে সন্দেশখালিতে তৃণমূলের সশস্ত্র দুষ্কৃতীদল হামলা চালালে বিজেপি কর্মীরা রুখে দেয় । অস্ত্র ও গুলিও উদ্ধার হয় তখন । কিন্তু এফ আই আর দায়েরের পরেও আজও একজন দুষ্কৃতীকে পুলিশ গ্রেফতার করেনি বলে অভিযোগ । উলটে দিলীপ মল্লিক নামে এক তৃণমূল কর্মীর বাড়িতে হামলার অভিযোগে বিজেপি প্রার্থী রেখা পাত্রসহ বেশ কয়েকজন বিজেপি কর্মীর বিরুদ্ধে পালটা এফ আই আর রজু করা হয় । বিজেপির দুই প্রার্থীর অভিযোগ যে প্রকৃত দুষ্কৃতীদের আড়াল করতে তাদের গ্রেফতারের জন্য অতি সক্রিয়তা দেখাচ্ছে পুলিশ । গ্রেফতার হওয়ার আশঙ্কায় তারা আজ তারা সোমবার সকালে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হন । অবশেষে দুই বিজেপি প্রার্থীর বিরুদ্ধে রজু করা এফআইআরের উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করেন মহামান্য আদালত ।।