এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,০১ জুন : উত্তর ২৪ পরগনা জেলার বারাসত লোকসভা কেন্দ্রের অশোকনগরে বিজেপির এক বুথ সভাপতিকে বেদম মারধরের অভিযোগ উঠেছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে । অভিযোগ অশোকনগরের রাংড়ী এলাকার বাসিন্দা অশোক রাহা নামে ওই বিজেপি নেতার বাড়িতে কয়েক ডজন দুষ্কৃতী চড়াও হয়ে সপরিবারে ভোট দিতে না যাওয়ার জন্য হুমকি দিয়ে আসে । আজ শনিবার সকালে তিনি বাড়ির বাইরে বের হলে সেই অপরাধে দুষ্কৃতীরা তার উপর চড়াও হয়ে বেদম মারধর করে বলে অভিযোগ । অশান্তির খবর আসছে কলকাতা উত্তর ও দক্ষিণ,ডায়মন্ড হারবার, থেকেও । এদিকে সপ্তম দফার ভোটেও প্রচুর ওয়েবকাস্টিং ক্যামেরা অকেজো করে রাখার অভিযোগ তুলেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী । তিনি টুইট করে জানিয়েছেন, নিম্নলিখিত সংসদীয় নির্বাচনী এলাকায় ভোটকেন্দ্রে স্থাপিত বিপুল সংখ্যক ওয়েব কাস্টিং ক্যামেরা অকার্যকর : ডায়মন্ড হারবার -১৪১ টি ক্যামেরা,মথুরাপুর – ১৩১ টি ক্যামেরা, জয়নগর- ৯০টি ক্যামেরা,যাদবপুর – ৬০ টি ক্যামেরা । কেন্দ্রীয় ও রাজ্য মুখ্য নির্বাচন কমিশনারকে অবশ্যই হস্তক্ষেপ করতে হবে এবং ক্যামেরাগুলি আবার কাজ করছে কিনা তা নিশ্চিত না হওয়া পর্যন্ত ভোটদান প্রক্রিয়া বন্ধ করতে হবে।
জানা গেছে,কলকাতা উত্তর লোকসভা কেন্দ্রে ভোট শুরু হওয়ার কিছু পরেই কাশীপুর ২৬ নং বুথে বিজেপি এজেন্টকে বসতে বাধা দেওয়ার খবর পেয়ে ঘটনাস্থলে যান বিজেপি প্রার্থী তাপস রায়। তিনি পৌছতেই তৃণমূলের কয়েকজন দু’জন মহিলা ও পুরুষ কর্মী ঝামেলা বাধায় বলে অভিযোগ । তারা “বিজেপি হঠাও” শ্লোগান দেয় । তাপস রায়ের অভিযোগ, ‘শুক্রবার রাত থেকেই ভোট প্রক্রিয়াকে নিজেদের কব্জায় রাখতে বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের হুমকি দিয়ে এসেছে তৃণমূল কর্মীরা । আজ সকালে ভোট দিতে আসা ভোটারদের প্রভাবিত করছিল তারা । অভিযোগ পাওয়ার পরে বেশি কেন্দ্রীয় বাহিনী পাঠানো হয় । তবে ঘটনার সময় কেন্দ্রীয় বাহিনী এবং পুলিশকে দেখা যায়নি ।’
পাশাপাশি ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের আটকৃষ্ণ রামপুরের ২৭১ নম্বর বুথের সিপিএমের এজেন্ট সেজে বুথে স্থানীয় তৃণমূল নেতা বসেছিলেন বলে অভিযোগ ওঠেছে । যদিও বিষয়টি জানতে পেরে প্রিসাইডিং অফিসার তাকে বাইরে বের করে দেয় । কলকাতার দক্ষিণের সিপিএম প্রার্থী সায়রা শাহ হালিমের নির্বাচনি এজেন্ট কৌস্তভ চট্টোপাধ্যায়ের গাড়ি ১২৭ নম্বর ওয়ার্ডে আটকে ভাঙচুর ও মারধর করার অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে । তার মাথায় আঘাত লাগে। যদিও তৃণমূলের তরফে অভিযোগ অস্বীকার করা হয়েছে।
এদিকে ভোটের দিন মাইক নিয়ে দলীয় প্রার্থীকে ভোট দেওয়ার আহবান জানানোর অভিযোগ উঠল কলকাতা উত্তর কেন্দ্রের ২ নম্বর ওয়ার্ডের তৃণমূলের ব্লক সভাপতির বিরুদ্ধে । বিজেপি প্রার্থী তাপস রায়ের ফেসবুক পেজে এই খবর দিয়ে বলা হয়েছে,’মাইককে তিনি ঘোষণা করছেন নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী ১ নং বোতাম টিপে ভোট দিতে । উল্লেখ্য, এক নম্বর বোতামটি তৃণমূল প্রার্থীর ।।