এইদিন ওয়েবডেস্ক,রতুয়া(মালদা),১০ অগাস্ট : বাইক দূর্ঘটনায় মর্মান্তিকভাবে মৃত্যু হল বাবা ও ছেলের । বুধবার সকালে দূর্ঘটনাটি ঘটেছে মালদা জেলার রতুয়া থানার বাহারাল এলাকায় । পুলিশ জানিয়েছে, মৃতদের নাম শেখ তাহির (৬৪) ও তাঁর ছেলে শেখ বারকাত (৪২) । ময়নাতদন্তের জন্য মৃতদেহ দুটি মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ ।
জানা গেছে,বিহারের আমদাবাদ থানার গোবিন্দপুর গ্রামে বাড়ি নিহতদের । কয়েক দিন ধরে শারিরীক অসুস্থতায় ভুগছিলেন শেখ তাহির । সেই কারনে এদিন সকালে বাবাকে নিজের বাইকে চাপিয়ে মানিকচকের নুরপুরে চিকিৎসার জন্য নিয়ে যাচ্ছিলেন শেখ বারকাত । কিন্তু বাহারাল থেকে রতুয়া যাওয়ার মুখে বিপরীত দিক থেকে আসা আইসক্রিম বহনকারী একটি দ্রুত গতির পিকআপ ভ্যানের সঙ্গে বাইকের মুখোমুখি সংঘর্ষ হয় । ঘটনাস্থলেই মৃত্যু হয় বাবা ও ছেলের । পরে খবর পেয়ে পুলিশ মৃতদেহ উদ্ধার করে নিয়ে যায় ।।