এইদিন ওয়েবডেস্ক,০৫ ডিসেম্বর ঃ ভারতীয় বংশোদ্ভুত আমেরিকান কিশোরী গীতাঞ্জলি রাওকে ‘কিড অফ দ্য ইয়ার’ ঘোষনা করল বিখ্যাত আমেরিকান পত্রিকা টাইম ম্যাগাজিন । প্রথমবারের মতো কোনও শিশুকেও তারা বর্ষসেরা ব্যক্তিত্বের সম্মান দিল । একাধিক বিষয়ে গবেষনা ও আবিষ্কারের জন্য কলোরাডোর বাসিন্দা বছর পনেরোর এই কিশোরী সাম্প্রতিক টাইম ম্যাগাজিনের প্রচ্ছদে জায়গা করে নিয়েছে ।
প্রযুক্তির ব্যবহার করে পানীয় জলের দূষণ রোধ, ইন্টারনেটে ব্যক্তি নিরাপত্তা নিশ্চিত করা ও মাদক আসক্তি থেকে সমাজকে দুরে রাখা রাখার মত বিষয়ের উপর গবেষনা করে সমাধানের রাস্তা দেখিয়েছে এই খুদে বিজ্ঞানী । তাঁর এই গবেষনার জন্য পাঁচ হাজার জন প্রতিযোগীর মধ্যে গীতাঞ্জলিকেই বেছে নিয়েছে টাইম ম্যাগাজিন ।
গীতাঞ্জলির সাক্ষাতকার নেন অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি। কি ধারাতে কাজ করে সাফল্য এসেছে সাক্ষাতকারে তার ব্যাখ্যা করেছে গীতাঞ্জলি । পাশাপাশি সে জানিয়েছে, বিভিন্ন সমস্যার সমাধানের রাস্তা বের করার জন্য বিশ্বব্যাপী তরুন গবেষকদের নিয়ে একটি গোষ্ঠী তৈরি করার পরিকল্পনা রয়েছে তার । তরুন প্রজন্মের প্রতি তার বার্তা, ‘প্রতিটি সমস্যা সমাধানের চেষ্টা না করে কেবলমাত্র একটি বিষয়ের উপর মনসংযোগ করো । এমন একটা বিষয় যার প্রতি তোমার আগ্রহ রয়েছে ।’ গীতাঞ্জলির কথায় “আমি যদি এটি করতে পারি তবে যে কেউ পারবে।’।