এইদিন ওয়েবডেস্ক,অন্ডাল(পশ্চিম বর্ধমান),১০ জুলাই : গত বুধবার (৬ জুলাই) দুপুর প্রায় তিনটে নাগাদ বাড়ি থেকে বেড়িয়ে খেলতে গিয়েছিল বছর সাতেকের শিশু । পরিবারের তরফ থেকে থানায় নিখোঁজ ডাইরিও করা হয় । কিন্তু শিশুটির কোনো হদিশ করতে পারেনি পুলিশ । শেষে রবিবার সকালে বাড়ি থেকে ৬০ থেকে ৭০ মিটার দূরে ঝোপ থেকে উদ্ধার হল শিশুটির ক্ষতবিক্ষত দেহ । ঘটনাটি ঘটেছে পশ্চিম বর্ধমানের অন্ডাল থানার কাজড়ার মাধবপুর কলিয়ারী এলাকার । পুলিশ জানিয়েছে, নিহত শিশুটির নাম সৌরভ বাউরি (৭) । মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়ে ।
স্থানীয় ও পরিবার সুত্রে জানা গেছে,গত বুধবার দুপুরে বাড়ি থেকে বেড়িয়ে হঠাৎ উধাও হয়ে যায় সৌরভ । রাতভর বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করে পরিবারের লোকজন । কিন্তু তার কোনো সন্ধান পাওয়া যায়নি । বাধ্য হয়ে পরের দিন অন্ডাল থানায় নিখোঁজ ডাইরি করেন তাঁরা । পরে পুলিশের তরফ থেকে কোনো প্রতিক্রিয়া না পেয়ে তদন্তে গড়িমসির অভিযোগ তুলে থানায় তুমুল বিক্ষোভ দেখিয়েছিল শিশুর পরিবার পরিজন ।
জানা গেছে,এদিন পচা দূর্গন্ধ পেয়ে স্থানীয় লোকজন গন্ধের উৎসের সন্ধান করতে গিয়ে সৌরভদের বাড়ির অদূরে আগাছার ঝোপের মধ্যে তার দেখ পড়ে থাকতে দেখে । স্থানীয়রা দেখতে পায় শিশুর সারা শরীরে নৃসংশভাবে কোপানোর চিহ্ন রয়েছে । একটা দুধের শিশুকে কে বা কারা এভাবে নৃশংসভাবে কুপিয়ে মারলো তা নিয়ে ধন্দে রয়েছেন নিহত শিশুর পরিবার পরিজন ও প্রতিবেশীরা ।
এদিকে এদিন মৃতদেহ উদ্ধারের পাশাপাশি পুলিশ কুকুর নিয়ে তদন্ত চালানো হয় । পুলিশ জানিয়েছে, কুকুর দিয়ে তদন্ত চালানোয় কিছু তথ্যের সন্ধান পাওয়া গেছে ।।