এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,১৮ ডিসেম্বর : অটো স্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা পরপর তিনটি অটোতে ধাক্কা দেওয়ার পর এক সাইকেল আরোহীকে ধাক্কা দিল বেপরোয়া গতির একটি সিমেন্ট বোঝাই লরি । এই দুর্ঘটনায় মৃত্যু হয়েছে সাইকেল আরোহীর । আহত ৪ । শুক্রবার দুর্ঘটনাটি ঘটে কলকাতার ঠাকুরপুকুর ৩ এ অটো স্ট্যান্ডে । পুলিশ জানিয়েছে,মৃতের নাম নিমাই মন্ডল(৬০) । পুলিশ ঘাতক লরিটিকে আটক করেছে ।
এদিন সিমেন্ট বোঝাই ওই লরিটি ঠাকুরপুকুরের দিক থেকে বেহালা দিকে আসছিল বলে জানা গেছে । ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন,লরিটি প্রথমে ডায়মন্ড পার্কে একটি বাইকে ধাক্কা দেয় । তারপর কিছুটা যাওয়ার পর একটি গাড়িকে ধাক্কা মেরে পালানোর চেষ্টা করছিল । কিন্তু ঠাকুরপুকুরের ৩ এ অটোস্ট্যান্ডের কাছে আসতেই লরিটি নিয়ন্ত্রন হারিয়ে দাঁড়িয়ে থাকা পরপর তিনটি অটোতে ধাক্কা দেয় । অটোগুলি কার্যত পিষে যায় । এরপর এক সাইকেল আরোহীকে ধাক্কা দেওয়ার পর লরি ফেলে পালিয়ে যায় চালক । লরি চালক মদ্যপ অবস্থায় থাকার কারনেই এই দুর্ঘটনাটি ঘটে বলে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের ।
জানা এই দুর্ঘটনায় সাইকেল আরোহী নিমাই মন্ডল(৬০) ও তিন অটোর চালকসহ মোট ৫ জন গুরুতর আহত হন । স্থানীয় বাসিন্দারা আহতদের উদ্ধার করে এসএসকেএম হসপিটালে নিয়ে যায় । কিন্তু রাস্তাতেই মৃত্যু হয় নিমাইবাবুর । খবর পেয়ে ঘটনাস্থলে যায় ঠাকুরপুকুর থানার পুলিশ । পুলিশ লরি চালকের সন্ধান চালাচ্ছে ।।