এইদিন ওয়েবডেস্ক,উত্তরবঙ্গ,০৬ ডিসেম্বর ঃ সারনা ধর্মকে মান্যতা দেওয়ার দাবিতে রবিবার রেল-সড়ক পথ অবরোধের ডাক দিয়েছিল আদিবাসীদের সংগঠন ‘আদিবাসী সেঙ্গল অভিযান’ । তার জেরে এদিন সকাল থেকেই উত্তরবঙ্গের কয়েকটি জেলায় সকাল থেকেই রেল ও সড়ক পথ অবরোধ শুরু করে সংগঠনের সদস্যরা । ফলে আটকে পড়ে শিলিগুড়িগামী আপ দার্জিলিং মেলসহ একাধিক ট্রেন ৷ এদিকে এই অবরোধের জেরে আজমনগর রোড স্টেশনে আটকে পড়েন পিএসসি ক্লার্ক শিপের কয়েক হাজার পরীক্ষার্থী ।
পরীক্ষার্থীরা জানিয়েছেন, তাঁরা সকলেই মালদহের বাসিন্দা । শিলিগুড়ির বিভিন্ন পরীক্ষাকেন্দ্রে তাঁদের সিট পড়েছিল । এদিকে সকাল ১১ টা থেকে পরীক্ষা শুরু হওয়ার কথা । মালদহ থেকে ২-৩ হাজার পরীক্ষার্থী দার্জিলিং মেল ধরে শিলিগুড়ি আসছিলেন । কিন্তু উত্তর দিনাজপুরের ডালখোলার কাছে রেল অবরোধের জেরে আজমনগর স্টেশনে তাঁদের আটকে থাকতে হয়েছে।
দেখুন ভিডিও :
এদিকে নির্ধারিত সময়ের মধ্যে পরীক্ষানকেন্দ্রে পৌঁছনো যাবে না দেখে পালটা রেল অবরোধ শুরু করে দেন পরীক্ষার্থীরা । খবর পেয়ে ঘটনাস্থলে যান রেল ও স্থানীয় প্রশাসনের আধিকারিকরা । পরীক্ষার্থীরা তাঁদের কাছে দাবি জানান, এদিনের পরীক্ষা যাতে ফের অন্য কোনও দিন নেওয়া হয় তার ব্যাবস্থা করতে হবে । শেষে স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়।
জনগননায় ‘সারনা ধর্ম কোড’ লাগু করার দাবিতে এদিন মালদহ ও উত্তর দিনাজপুরের একাধিক জায়গায় রেল ও সড়ক পথ অবরোধ শুরু করে আদিবাসী সেঙ্গল অভিযানের সদস্যরা । বেশ কিছুক্ষন ধরে আদিবাসী সংগঠনের এই অবরোধ কর্মসুচী চলে ।।