প্রদীপ চট্টৌপাধ্যায়,বর্ধমান,০২ মে : বাংলা থেকে ভিন রাজ্যে কাজে যাওয়া শ্রমিকরাও এবার পাবেন স্বাস্থসাথীর সুবিধা।তাদের জন্য তৈরি হবে আলাদা স্বাস্থ্যসাথীর কার্ড।বৃহস্পতিবার পূর্ব বর্ধমানের মেমারির গন্তার মাঠে অনুষ্ঠিত নির্বাচনী জনসভা থেকে এমনটাই জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।তিনি ঘোষণা করেন,’পরিযায়ী শ্রমিকরা যারা বাইরে থাকে তাদের জন্যে আমি আলাদা স্বাস্থ্যসাথীর কার্ড করে দেব । যাতে তারা যেখানে থাকে সেখানে চিকিৎসার অভাবে তাদের দুঃখ পেতে না হয়। তারাও যাতে সেখানে চিকিৎসার সূযোগ পায় ।’ মুখ্যমন্ত্রীর এই ঘোষণায় খুশি পরিযায়ী শ্রমিকদের পরিবার ।
বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী শর্মিলা সরকারের সমর্থনে এদিন মেমারির গন্তারে জনসভা করেন মমতা বন্দ্যোপাধ্যায় । জনসভায় বক্তব্য রাখতে উঠে বিজেপির পাশাপাশি সিপিএম ও কংগ্রেসকেও এদিন তিনি নিশানা করেন। সিপিএম ও বিজেপিকে এক ক্যাটাগরিতে ফেলে দিয়ে তিনি বলেন,“ বাজপাখির দুটো চোখ। একটা সিপিএম আর একটা বিজেপি’। মুখ্যমন্ত্রী এদিন আরো একবার স্পষ্ট করেদেন,বাংলার কোন জোট নেই। কংগ্রেস ও সিপিএমের ঘোট আছে।মেমারিতে এলেই করন্দার কথা আমার মনে পড়ে । চারজনকে হত্যা করে ছিল সিপিএম।তার মধ্যে একটি বাচ্চাকে খুন করে মুড়ির টিনে ঢুকিয়ে দিয়েছিল।
নির্বাচন কমিশনকে নিশানা করে মুখমন্ত্রী বলেন,যত রাগ বাংলার উপর।মোদীবাবুকে খুশী করার জন্য ইলেকশন কমিশন এখানে তিন মাস ধরে ভোট করাচ্ছে। বাংলায় ৪২ টি সিট,এখানে সাত দফায় ভোট হচ্ছে। অথচ তামিলনাড়ুতে ৪০ টি সিট সেখানে একদফায় ভোট হল।
রাজ্য সরকারের সাফল্যের খতিয়ান তুলে ধরে মুখ্যমন্ত্রী বলেন,বছরে ৯ কোটি লোককে আমরাই রেশন দি।তার জন্য রাজ্য সরকার ৭ হাজার কোটি টাকা দেয়।কেন্দ্রীয় সরকারের দেওয়ার কথা ৯ হাজার কোটি টাকা। কিন্তু সেই টাকা দেয় নি।রেশনে কেন্দ্র এক পয়সাও দেয় না।একশোদিনের কাজের টাকা তিন বছর দেয় নি মোদী সরকার। কেন্দ্রের রেকর্ড অনুযায়ী, একশোদিনের কাজ,বাড়ি তৈরি সহ বেশ কয়েকটি প্রকল্পে বাংলা ১ নম্বরে ছিল।আমি ৩ বার মিট করেছিলাম।তবুও টাকা দেয় নি।বাংলায় এনআরসি, সিএএ করতে দেবো না বলে এদিন ফের হুঙ্কার দিলেন মমতা।
মুখ্যমন্ত্রী এও বলেন,আমরা নতুন প্রকল্প নিয়ে এসেছি। তার নাম কর্মশ্রী প্রকল্প। বছরে ৫০ দিন কাজ পাবে।চাইলে ৬০ দিনও কাজ করতে পারে।ওরা তো একশো দিনের কাজে কাজ দিত মাত্র ৩০ দিন।নাম না করে এদিন গন্তারের নির্বাচনী সভায় মুখ্যমন্ত্রী দেশের স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহকে একহাত নেন।পাশাপাশি আক্রমণ করেন প্রধানমন্ত্রীকেও।তিনি টিপ্পনী কেটে বলেন, মধুবাবু আর যদু বাবু মিথ্যা কথা বলছেন। ৬৯ লক্ষ পরিবারকে আমরা একশো দিনের কাজের টাকা দিয়েছি।১১ লক্ষ পরিবারের বাড়ি তৈরির প্রথম কিস্তির টাকা ডিসেম্বর মাসের মধ্যে পেয়ে যাবে। আলু চাষকে শস্য বীমার আওতায় আনা হবে বলে এদিন মুখ্যমন্ত্রী জানান ।।