এইদিন ওয়েবডেস্ক, মালদা,২১ জুন : এক প্রৌঢ়ের
পচাগলা দেহ উদ্ধার ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ল মালদা জেলার হবিবপুর থানার ঋষিপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় । মঙ্গলবার সকালে স্থানীয় চাতরা বিলের কাছে ওই প্রৌঢ়ের মৃতদেহ পড়ে থাকতে দেখে স্থানীয় গ্রামবাসীরা । খবর পেয়ে পুলিশবাহিনী নিয়ে ঘটনাস্থলে আসেন হবিবপুর থানার আইসি অমিতাভ সরকার । দেহটি বিকৃত হয়ে যাওয়ায় পুলিশ মৃতের পরিচয় জানাতে পারেনি । তবে হবিবপুর থানার ঋষিপুর বুড়িতলা এলাকায় পরিতোষ মন্ডল(৫৪) নামে এক ব্যক্তি বিগত ১৭ দিন ধরে নিখোঁজ রয়েছেন বলে স্থানীয় সুত্রে খবর । পচাগলা দেহটি আদপে পরিতোষবাবুই বলে অনুমান তাঁর পরিবারের লোকজনের । তাঁদের সন্দেহ পরিতোষবাবুকে খুন করে বিলের ধারে ফেলে দেওয়া হয়েছে । পুলিশ জানিয়েছে, দেহটি ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজে ও হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে । ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পরেই মৃত্যুর প্রকৃত কারন জানা যাবে ।
ঋষিপুর বুড়িতলা এলাকার বাসিন্দা পরিতোষ মন্ডলের বৌদি বেলি মণ্ডল বলেন,’১৭ দিন আগে জমি জায়গা নিয়ে আমার জায়ের সঙ্গে দেবরের ঝগড়া হয়েছিল । তারপর উনি বাড়ি থেকে বেড়িয়ে গিয়েছিলেন । ওই মৃতদেহটির শরীরে পরিহিত জামা প্যান্ট দেখে মনে হচ্ছে আমার দেবরের হতে পারে ।’ দেবরের স্ত্রী এবং মেয়ে-জামাই মিলে তাঁকে খুন করেছে বলে সন্দেহ প্রকাশ করেছেন বেলিদেবী । একই সন্দেহ মৃতের ছেলে শুভজিৎ মন্ডলের । তিনি বলেন, ‘বাবা ১৭ দিন আগে তার সাথে বাড়িতে ঝগড়াঝাটি করে বাড়ি থেকে বেড়িয়ে গিয়েছিলেন । ঝামেলার সময় আমার মা আর জামাইবাবু বাবাকে খুন করবে বলে শাসিয়েছিল ।’ যদিও এদিন বিকেল পর্যন্ত এনিয়ে তাঁরা থানায় কোনো নির্দিষ্ট অভিযোগ দায়ের করেননি ।
পুলিশ জানিয়েছে,উদ্ধার হওয়া ব্যক্তির মৃত্যুর বেশ কয়েকদিন আগেই হয়েছে । তবে ঘটনাটি খুন নাকি আত্মহত্যা তা ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পরেই নিশ্চিত হওয়া যাবে ।।