শেখ মিলন,ভাতার(পূর্ব বর্ধমান),৩০ মার্চ : দল ও নিজের জয় কামনায় মন্দির ও পীরস্থানে গিয়ে প্রার্থনা জানালেন ভাতার বিধানসভার তৃণমূল কংগ্রেস প্রার্থী মানগোবিন্দ অধিকারী । মঙ্গলবার সকালে প্রথমে পূূর্ব বর্ধমানের আউশগ্রামের কয়রাপুরে কালী মন্দিরে পুজো দিতে যান মানগোবিন্দবাবু । সেখান থেকে ঘুরে এসে ভাতারের আমবুনা গ্রামে পিরস্থানে পিরের আশীর্বাদ নেন । তারপর তিনি এদিনের নির্বাচনী প্রচার পর্ব শুরু করেন । এদিনের প্রচারে বাজনার আয়োজন করা হয়েছিল । দলীয় কর্মী সমর্থকদের সঙ্গে বাজনার তালে তালে নাচতেও দেখা যায় মানগোবিন্দবাবুকে।
এদিন সকাল থেকেই ছিল তীব্র গরম । সেই গরম উপেক্ষা করেই দলীয় কর্মীদের সঙ্গে নিয়ে প্রচার চালান ভাতারের তৃণমূল প্রার্থী মানগোবিন্দ অধিকারী । বনপাস অঞ্চলের আমবোনা, নতুনগ্রাম ,মোহনপুর, হরিবাটি, কামারপাড়াসহ একাধিক গ্রামের বাড়ি বাড়ি ঘুরে প্রচার করেন তিনি।
মানগোবিন্দ অধিকারী বলেন, ‘দলের ও নিজের জয়ের জন্য দেবী মায়ের মন্দির ও পীরস্থানে গিয়ে প্রার্থনা করলাম । দেবী মা ও পীরের কৃপায় আমরা জয়লাভ করবই । তৃতীয় বারের জন্য মুখ্যমন্ত্রী হবেন মমতা বন্দ্যোপাধ্যায় ।’ পাশাপাশি তিনি বলেন, ‘নির্বাচনী বিধি লাগু হওয়ার কারণে উন্নয়নের কাজ থমকে আছে । এলাকায় পানীয় জল ও রাস্তাঘাটের কিছু সমস্যা রয়েছে । আমরা ক্ষমতায় আসার সঙ্গে সঙ্গেই সেই কাজগুলি শুরু করে দেবো ।’।