এইদিন ওয়েবডেস্ক,কাবুল,৩০ নভেম্বর : নিত্য দিন আফগান মহিলাদের উপর নতুন নতুন নিষেধাজ্ঞা জারি করছে সন্ত্রাসবাদী সংগঠন তালিবান । প্রথমে আপাদমস্তক ঢাকা বোরখা পড়ার ফতোয়া । তারপর ষষ্ঠ শ্রেণির উর্ধে মেয়েদের পড়াশোনা করার অধিকার কেড়ে নেওয়া । এছাড়া মেয়েদের একা ভ্রমন ও পার্কে ঢোকার উপর নিষেধাজ্ঞা জারি । এবার মেয়েদের চিকিৎসার অধিকার কেড়ে নিল তালিবানরা । আফগানিস্তানের মিডিয়ার খবর অনুযায়ী, হাসপাতালে মহিলাদের জন্য আল্ট্রা সোনোগ্রাফি পরীক্ষা নিষিদ্ধ ঘোষণা করেছে তালিবান ।
এনিয়ে চলতি সপ্তাহের শুরুর দিকে রীতিমতো পোস্টার সাঁটিয়ে দেওয়া হয়েছে আফগানিস্তানের হেরাত প্রদেশের হাসপাতালগুলিতে । তাতে লেখা,’আমরা আলট্রা সোনোগ্রাফির জন্য মহিলা রোগীদের কাছে আন্তরিকভাবে ক্ষমাপ্রার্থী ।’ এদিকে এই নিষেধাজ্ঞার পরেই হেরাত জেলা হাসপাতালে মহিলাদের আল্ট্রা সোনোগ্রাফি বিভাগ বন্ধ করে দেওয়া হয়েছে । তবে পুরুষদের বিভাগটি চালু আছে।।