এইদিন ওয়েবডেস্ক,কাটোয়া(পূর্ব বর্ধমান),০২ নভেম্বর : চুরি চক্রের দুই প্রধান সর্দার জাহিদুল শেখ ও জাবেদ শেখসহ গোটা গ্যাংকে পাকড়াও করল পূর্ব বর্ধমান জেলার কাটোয়া থানার পুলিশ । কেতুগ্রাম থানার মৌগ্রামের বাসিন্দা জাহিদুল শেখ দাঁইহাটের পাইকপাড়ায় বিগত ৫ বছর ধরে বসবাস করছিল । সেখান হানা দিয়ে পুলিশ তাকে পাকড়াও করে । তার সঙ্গী কাটোয়ার কেশিয়া পাড়ার বাসিন্দা জাবেদ শেখকে দাঁইহাট স্টেশন সংলগ্ন এলাকা থেকে গ্রেপ্তার করা হয় । তারা ছাড়াও চক্রের আরও ৪ সদস্য পুলিশের হাতে ধরা পড়েছে । ওই চারজনের মধ্যে তিনজনের বিরুদ্ধে চোরাই সামগ্রী কেনার অভিযোগ রয়েছে। আজ সোমবার ধৃত ৬ জনকে কাটোয়া মহকুমা আদালতে তোলা হলে বিচারক জাহিদুল শেখ ও জাবেদ শেখকে চারদিনের জন্য পুলিশ হেফাজতে পাঠানো হয় । বাকি চারজনের জামিন মঞ্জুর করেন বিচারক ।
সাম্প্রতিক সময়ে কাটোয়া এলাকায় একের পর এক দুঃসাহসিক চুরির ঘটনা ঘটে । জানা গেছে, গত ২০ নভেম্বর রাতে কাটোয়ার নওদাপাড়া এলাকায় একটি জুনিয়র হাইস্কুল থেকে কম্পিউটার,সহ বেশকিছু সামগ্রী চুরি যায় । এরপর গত ২৭ নভেম্বর কাটোয়ার দাঁইহাটের রেল কলোনি এলাকার বাসিন্দা হরিশঙ্কর মিত্রের বাড়ি ফাঁকা থাকার সুযোগে দুষ্কৃতীরা তার বাড়িতে ঢুকে আলমারির লক ভেঙে সোনার গহনা ও বেশ কিছু বাসনপত্র নিয়ে চম্পট দেয় । রবিবার হরিশঙ্করবাবু এনিয়ে কাটোয়া থানায় অভিযোগ দায়ের করেন । ঘটনার তদন্তে নেমে পুলিশ সিসিটিভি খতিয়ে দেখে জানতে পারে যে দুষ্কৃতীরা মোটরসাইকেলে চড়ে হরিশঙ্কর মিত্রের বাড়িতে চুরি করতে এসেছিল । সেই বাইকের সূত্র ধরে এবং সোর্স কাজে লাগিয়ে পুলিশ প্রথমে জাহিদুল শেখকে পাকড়াও করে । তাকে জেরা করে পুলিশ জাবেদ শেখ এবং মাকালতোর গ্রামের বোধন দাসকে গ্রেফতার করে ।ধৃতরা জেরায় স্বীকার করে তারাই ওই চুরির ঘটনায় যুক্ত এবং এর আগেও কাটোয়ার নওদাপাড়া এলাকায় একটি জুনিয়র হাইস্কুল থেকে কম্পিউটার,সহ বেশকিছু সামগ্রী চুরি করেছে । ধৃতদের দেখানো জায়গায় হানা দিয়ে পুলিশ চারটি জায়গা থেকে চুরি যাওয়া কম্পিউটারের সিপিইউ, বাসনপত্র সহ বেশকিছু সামগ্রী উদ্ধার করে। তবে বোধন সরাসরি চুরিতে যুক্ত ছিল না। চোরাই সামগ্রী বহন করার কাজ করেছিল বলে জানতে পেরেছে পুলিশ । পাশাপাশি ৩ জনকে চোরাই সামগ্রী কেনার অভিযোগে গ্রেফতার করা হয় । পুলিশ জানিয়েছে, এলাকায় পর পর দুঃসাহসিক চুরির ঘটনার মূল পান্ডা জাহিদুল শেখ ও জাবেদ শেখ । গোটা চক্রটি ধরা পড়ায় এলাকায় চুরির ঘটনায় লাগাম পড়বে বলে আশাবাদি পুলিশ ।।