প্রদীপ চট্টোপাধ্যায়,বর্ধমান,২১ মে : রাজ্যে ফের তৃণমূল কংগ্রেস সরকার ফিরলে ‘দুয়ারে রেশন’ প্রকল্প চালু করার প্রতিশ্রুতি দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।সেই অনুয়ায়ী তৃতীয় বারের জন্যে মুখ্যমন্ত্রী পদে মমতা বন্দ্যোপাধ্যায় দায়িত্ব নেওয়ার পরেই শুক্রবার থেকে শুরু হয়েগেল ’দুয়ারে রেশন’ প্রকল্প কার্যকর করার তোড়জোড় ।এদিন পূর্ব বর্ধমান জেলার জামালপুর সহ রাজ্যের ২৩ টি জেলার ২৮ টি জায়গায় ‘পাইলট প্রজেক্ট’ হিসাবে চালু করা হল ’দুয়ারে রেশন’ প্রকল্প । বাড়ির সামনে দাঁড়িয়ে রেশনের খাদ্য সামগ্রী পেয়ে বেজায় খুশি হলেন উপভোক্তারা। প্রতুশ্রুতি দিয়ে প্রতিশ্রুতি রক্ষার প্রেচেষ্টা শুরুর জন্যে মুখ্যমন্ত্রীকে সাধুবাদ জানালেন জামালপুরের উপভোক্তারা ।
জামালপুর ব্লকের প্রত্যন্ত গ্রাম বত্রিশ বিঘা ।
সেই গ্রামে এদিন সকালেই পরীক্ষামূলক ভাবে শুরু হয় ’দুয়ারে রেশন’ প্রকল্পের কাজ। মালবাহী গাড়িতে রেশনের খাদ্য সামগ্রী লোড করে নিয়ে পৌছে যান ডিলার।রেশন কার্ড আর ব্যাগ হাতে নিয়ে সেই গাড়ির সামনেই লাইন করে দাঁড়িয়ে পড়েন উপভোক্তারা । গাড়িতেই বসানো ছিল ইলেকট্রনিক্স দাঁড়িপাল্লা।ডিস্ট্রিক্ট কন্ট্রোলার ফুড এ্যান্ড সাপ্লাই বাবুয়া সর্দার ,এলাকায় বিধায়ক অলোক মাঝি ,ব্লকের বিডিও শুভঙ্কর মজুমদার,পঞ্চায়েত সমিতির সভাপতি মেহেমুদ খাঁন , কর্মাধ্যক্ষ ভতনাথ মালিক এবং জামালপুর ১ গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান সাহাবুদ্দিন মণ্ডল প্রমুখের উপস্থিতিতে ২০ জন উপভোক্তার হাতে খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয় । এদিনের এই পরীক্ষামূলক কর্মসূচীর সমস্তটা ভিডিও রেকর্ডিং করা হয় । ঘরের কাছে দাঁড়িয়ে রেশন তোলা নিয়ে উপভোক্তাদের মধ্যে উন্মাদনা ছিল তুঙ্গে ।
জামালপুর বিধনসভার বিধায়ক অলোক মাঝি এদিন বলেন ,“তৃণমূল সরকার পুনরায় রাজ্যে ক্ষমতায় আসলে ’দুয়ারে রেশন’ প্রকল্প চালু করবেন বলে মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিশ্রুতি দিয়েছিলেন। তৃতীয় বারের জন্যে মুখ্যমন্ত্রী পদে দায়িত্ব নেওয়ার পরেই মমতা বন্দ্যোপাধ্যয় ’দুয়ারে রেশন’ প্রকল্প চালু কার ব্যাপারে উদ্যোগ নিয়েছেন ।এদিন তাঁর বিধানসভার বত্রিশ বিঘা গ্রামে পরীক্ষামূলক ভাবে সেই কর্মসূচী রুপায়িত হল । এই প্রকল্প চালু হয়ে গেলে গ্রামীন এলাকার মানুষজন বিশেষ ভাবে উপক্রিত হবেন বলে অলোক মাঝি মন্তব্য করেন ।’
বিডিও শুভঙ্কর মজুমদার জানান ,“রাজ্যের ২৮ টি ব্লকের মধ্যে জামালপুর ব্লকেও এদিন মুখ্যমন্ত্রীর নির্দেশ মতো ’দুয়ারে রেশন’ প্রকল্পের পরীক্ষামূলক কর্মসূচী সম্পন্ন হল।গোটা কর্মসূচী ভিডিও রেকর্ডিং রাজ্যে পাঠানো হবে ।বিডিও বলেন ,’দুয়ারে রেশন’ প্রকল্প জনমানসে যে সাড়া ফেলেছে তা বত্রিশ বিঘা গ্রামের উদ্দিপনা এদিন প্রমাণ করে দিয়েছে“।
জামালপুর পঞ্চায়েত সমিতির সভাপতি মেহেমুদ খাঁন বলেন,’বত্রিশ বিঘা সংলগ্ন জামালপুরের সেলিমাবাদ সমবায় সমিতি মাধ্যমে রেশন দ্রব্য বিলি বন্টন হয় । এই সমবায় থেকে সেলিমাবাদ, মনসাডাঙা,ডাক্তারপাড়া ও বত্রিশ বিঘা গ্রামের ৬ হাজার উপভোক্তা রেশনের খাদ্য সামগ্রী সংগ্রহ করেধন । ‘দুয়ারে রেশন’ প্রকল্প চালু হয়ে গেলে এইসব এলাকার মানুষ প্রভূত উপকৃত হবেন । কাউকে আর দীর্ঘক্ষণ লাইনে দাড়িয়ে রেশন তোলায় ঝক্কি পেয়াতে হবে না“ । উপভোক্তা রেজিনা খাতুন বলেন ,“মুখ্যমন্ত্রীর ব্যবস্থাপনায় এবার তাঁদের রেশন তোলায় ঝক্কি পোয়ানোর দিন শেষ হতে চলেছে । এরজন্যে বত্রিশ বিঘা গ্রামের মহিলারা কৃতজ্ঞ
থাকবেন মুখ্যমন্ত্রীর কাছে ।’।