এইদিন ওয়েবডেস্ক,হরিশ্চন্দ্রপুর(মালদা),২৫ ডিসেম্বর : মালদা জেলার হরিশ্চন্দ্রপুর ব্লকের দৌলতপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান মোবারক হোসেনের দুটি ভিডিও সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইর্যাল হয়েছে । ভিডিওটিতে দেখা গেছে, সত্তরোর্ধ্ব এক বৃদ্ধকে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করছেন প্রধান । তারপর বৃদ্ধকে দু’হাত দিয়ে বেদম পেটাচ্ছেন তিনি । জনৈক এক গ্রামবাসীকে দেখা না গেলেও তাঁর গলা শোনা যাচ্ছে । বৃদ্ধকে মারধরের প্রতিবাদ করতে শোনা যাচ্ছে ওই ব্যক্তিকে ।
এরপর দ্বিতীয় একটি ভিডিওতে দেখা যাচ্ছে প্রধান মোবারক হোসেনের হাতে একটি ফুট তিনেকের কাঠের বাটাম । সেটি তিনি দু’হাতে ধরে উপরে তুলে তেড়ে যাচ্ছেন ওই বৃদ্ধের দিকে । জনৈক এক মহিলা আতঙ্কিত হয়ে ছুটে আসেন বৃদ্ধকে বাঁচাতে । যদিও আক্রান্ত বৃদ্ধ প্রাণ বাঁচাতে ছুড়ে পালিয়ে যান ।
কিন্তু কি এমন ঘটেছিল যে বৃদ্ধকে এভাবে প্রধানের হাতে হেনস্থা হতে হল ? আক্রান্ত বৃদ্ধ আব্দুল মান্নানের অভিযোগ, ‘আমাদের গ্রামে রাস্তা সংস্কারের কাজ হচ্ছে । কাজের ঠিকা পেয়েছে প্রধানের ভাই আর ভাইপো । কিন্তু যেভাবে কাজ করা হচ্ছে তাতে স্পষ্ট যে সঠিকভাবে কাজ হচ্ছে না । তাই আমি বলতে গিয়েছিলাম নিয়মমত কাজ করার জন্য । এই অপরাধে প্রধান,প্রধানের ভাই ও ভাইপো আমার উপর চড়াও হয়ে মারধর করে ।’
অন্যদিকে দৌলতপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান মোবারক হোসেন মারধরের অভিযোগ কার্যত স্বীকার করে নেন । তিনি বলেন, ‘রাস্তায় রোলারের কাজ চলছিল । কিন্তু আব্দুল মান্নান নামে ওই বৃদ্ধ কাজ করতে দিচ্ছিলেন না । খবর পেয়ে আমি সেখানে গিয়ে বৃদ্ধকে বোঝানোর চেষ্টা করি । উলটে ওই বৃদ্ধ কথাবার্তার মাঝে ইঁটপাটকেল ছুড়তে শুরু করেন । একটা ইঁট আমার এক ভাইঝির মাথায় লাগলে তার মাথা ফেটে যায় । তখন আমি ওকে ধরে ঘা’কতক দিয়েছি । যদিও ঘটনাস্থলে উপস্থিত পঞ্চায়েতের বাকি সদস্যরা এসে ছাড়িয়ে দেন ।’
এদিকে এই ঘটনা প্রকাশ্যে আসার পর ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায় । প্রত্যেকেই শাসকদলের প্রধানের নিন্দায় সরব হন । প্রধানের এহেন আচরনের প্রতিবাদ করেছেন বিজেপির মালদা জেলা সম্পাদক কৃষাণ কেডিয়া । তিনি বলেন, ‘এই হল উন্নয়নের সরকার । দূর্নীতির প্রতিবাদ করতে গিয়ে মার খেতে হলে এক বৃদ্ধকে । আগামী পঞ্চায়েত নির্বাচনে মানুষ এর জবাব দিয়ে দেবে ।’।