এইদিন ওয়েবডেস্ক,বাঁকুড়া,৩০ সেপ্টেম্বর : কর্তব্যরত সিভিক ভল্যান্টিয়াদের নিষেধ অমান্য করে শিলাবতী নদী পেরোতে গিয়ে জলের তোড়ে ভেসে গেল এক প্রৌঢ় । বুধবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার সিমলাপাল থানা এলাকার পাথরডাঙ্গা গ্রামে । পুলিশ জানায়, নিখোঁজ ব্যক্তির নাম সুভাষ গুলি মাঝি (৫০) । পুলিশের কাছে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে বিপর্যয় মোকাবিলা দপ্তরের কর্মীরা । কিন্তু অন্ধকারের কারনে উদ্ধার কাজ চালানো সম্ভব হয়নি । বৃহস্পতিবার সকাল থেকেই বোট নিয়ে নদীতে তল্লাশি অভিযান শুরু করে বিপর্যয় মোকাবিলা দপ্তরের কর্মীরা । কিন্তু এদিন সন্ধ্যা পর্যন্ত ওই ব্যক্তির কোনও হদিশ পাওয়া যায়নি বলে জানা গেছে ।
পুলিশ সূত্রে খবর, লাগাতার বৃষ্টিপাতের ফলে শিলাবতী নদীর পাথরডাঙ্গা কজওয়ে জলের তলায় । বুধবার দিন সন্ধ্যায় মাচাতোড়া গ্রাম পঞ্চায়েতের জফলা গ্রামের বাসিন্দা সুভাষ গুলি মাঝি নদী পেরিয়ে নিজের কুমড়া চাষের জমি দেখতে যাওয়া চেষ্টা করলে কর্তব্যরত সিভিক ভল্যান্টিয়াররা তাঁকে যেতে নিষেধ করেন । কিন্তু তিনি সেই নিষেধ অমান্য কর নদী পেরোনোর চেষ্টা করলে জলের তোড়ে ভেসে যান । এদিন সকাল থেকে তল্লাশি অভিযান শুরু হতেই নিখোঁজ ব্যক্তির পরিবারের লোকজন ও স্থানীয় গ্রামবাসীরা নদীর পাড়ে এসে ভিড় জমান । কিন্তু সন্ধ্যা পর্যন্ত তাঁর সন্ধান না পাওয়ায় সকলে হতাশ হয়ে বাড়ি ফিরে যান ।।