এইদিন ওয়েবডেস্ক,নয়া দিল্লি,০১ সেপ্টেম্বর : আফগানিস্তানে বসবাসকারী ২৫ ভারতীয়ের সঙ্গে আতঙ্কবাদী সংগঠন আইএসআইএসের যোগ রয়েছে বলে এনআইএ (National Investigation Agency) আশঙ্কা করছে বলে সুত্রের খবর । যদিও এদের মধ্যে কয়েকজন ইতিমধ্যে মারা গেছে । জীবিতরা বর্তমানে আফগানিস্তান ও পাকিস্তানের সীমান্তবর্তী নাঙ্গহার(nangarhar) এলাকায় বসবাস করছে । এদের মধ্যে মুনসিব নামে একজনকে ইতিমধ্যে চিহ্নিতও করা গেছে বলে খবর । কেরলের বাসিন্দা ওই ব্যক্তিকে সোশ্যাল মিডিয়ায় সর্বদা সক্রিয় দেখা যায় । এন আই এর আশঙ্কা মুনসিব অনলাইনের মাধ্যমে আইএসআই এসে সঙ্গে যুক্ত রয়েছে । এদের দিকে কড়া নজর রেখেছে ভারতের তদন্তকারী দল ।
আফগানিস্তানের কাবুলের একটি গুরুদোয়ারায় ২০২০ সালের ২৫ মার্চ আতঙ্কবাদী হামলা হয়েছিল । সন্ত্রাসবাদীরা অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র নিয়ে গুরুদোয়ারায় ঢুকে এলোপাতাড়ি গুলি চালায় । হামলায় ২৭ জনের মৃত্যু হয় । নিহতদের মধ্যে বেশ কয়েকজন ভারতীয় নাগরিকও ছিলেন । ওই হামলার দায় নেয় সন্ত্রাসবাদী সংগঠন আইএসকেপি । হামলায় কেরলের বাসিন্দা মুনসিবের যোগ থাকার সম্ভাবনার সৃষ্টি হতেই আফগানিস্তানে বসবাসকারী কয়েকজন ভারতীয়র সঙ্গে আতঙ্কবাদী সংগঠনের যোগ থাকার আশঙ্কা তৈরি হয় ।
গুরুদোয়ারায় হামলার পর ওই বছর ১ এপ্রিল এনআইএ এনিয়ে একটি মামলা রজু করে । ওই মামলার তদন্তের জন্য গত বছর সেপ্টেম্বরে আফগানিস্তানে যায় এনআইএর একটি তদন্তকারী দল । এরপরেই আতঙ্কবাদী সংগঠনের সঙ্গে যুক্ত এরকম ২৫ ভারতীয়ের নাম জানতে পারে এনআইএ ।
উল্লেখ্য,আফগানিস্তানের দখল নেওয়ার পর তালিবানরা জেলে বন্দি থাকা আসামীদের মুক্ত করে দেয় । তাদের মধ্যে বেশ কয়েকজন উগ্রপন্থী সংগঠন ইসলামিক স্টেট খোরাসান প্রদেশ (ISKP) এর জঙ্গীও রয়েছে । রয়েছে কয়েকজন ভারতীয়ও ।
তাই সেখানকার পরিস্থিতির উপর প্রতিনিয়ত নজর রেখে যাচ্ছে ভারতের জাতীয় তদন্তকারী সংস্থা ।।