আমিরুল ইসলাম,ভাতার(পূর্ব বর্ধমান),২৪ মে : পূর্ব বর্ধমান জেলার ভাতার এলাকার কোভিড আক্রান্তদের থাকা ও চিকিৎসা পরিষেবা দেওয়ার জন্য সেফ হোমের উদ্বোধন হল সোমবার । ভাতার থানার মুরাতিপুরে একটি বিয়ে বাড়িতে ১৫ শয্যা বিশিষ্ট এই সেফ হোমটি গড়ে তোলা হয়েছে । এদিন তার আনুষ্ঠানিক উদ্বোধন করেন ভাতারের বিধায়ক মানগোবিন্দ অধিকারী । তিনি ছাড়াও উপস্থিত ছিলেন ভাতারের বিডিও তপন সরকার, ভাতার থানার ওসি প্রণব বন্দ্যোপাধ্যায়, ভাতার পঞ্চায়েত সমিতির সহ সভাপতি সুমন্ত বন্দ্যোপাধ্যায়, নিত্যানন্দপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান কাকলি সামন্ত, উপপ্রধান জুলফিকার আলি প্রমুখ । এলাকায় সেফ হোমের উদ্বোধন হওয়ায় খুশি ভাতারবাসী ।
পূর্ব বর্ধমান জেলার অনান্য ব্লকের নিরিখে ভাতারে কোভিড আক্রান্তের সংখ্যা তুলনামূলকভাবে কিছুটা বেশি । প্রতিদিনই এলাকায় কোভিড আক্রান্তের খবর আসতে থাকায় সেফ হোম গড়ে তোলার বিষয়ে ব্যক্তিগত ভাবে উদ্যোগী হন ভাতারের বিধায়ক মানগোবিন্দ অধিকারী । গত সপ্তাহের বুধবার এনিয়ে তিনি ভাতারের বিডিওর সঙ্গে একটি বৈঠকে বসেছিলেন । ছিলেন ভাতার ব্লক মুখ্য স্বাস্থ্য আধিকারিকসহ অনান্যরা । বৈঠক শেষে এরুয়ার গার্লস হাইস্কুলে ও মুরাতিপুরের একটি বিয়ে বাড়িতে ১৫ টি করে মোট ৩০ শয্যা বিশিষ্ট দুটি সেফ হোম তৈরির কথা ঘোষণা করেন মানগোবিন্দবাবু । এদিন তাঁর হাত দিয়ে উদ্বোধন হল মুরাতিপুরের সেফ হোমটির ।
মানগোবিন্দবাবু বলেন, ‘এই সেফ হোম তৈরি করার বিষয়ে মুরাতিপুরের বেশ কিছু যুবক অক্লান্ত পরিশ্রম করেছেন । আমি তাঁদের কৃতজ্ঞতা জানাই ।’ অপর সেফ হোমটির উদ্বোধন খুব শীঘ্রই হবে বলে জানিয়েছেন বিধায়ক ।।