প্রদীপ চট্টোপাধ্যায়,বর্ধমান,২৪ মে : টহলদারি পুলিশের তৎপরতায় কার্তুজ ও পাইপগান সহ ধরা পড়লো এক দাগী দুস্কৃতি । ধৃতের নাম বাবুলাল শেখ। পূর্ব বর্ধমানের মন্তেশ্বর থানার তেঁতুলিয়া এলাকায় তার বাড়ি ।সোমবার ভোরে পাইগান নিয়ে পূর্বস্থলীর বরডাঙ্গায় এসটিকেকে রোডে ঘোরা ঘুরি করছিল দুস্কৃতি বাবুলাল শেখ। পূর্বস্থলী থানার টহলদারি পুলিশ তাকে সড়ক পথেই ধরে ফেলে।তল্লাশীতে বাবুলালের কাছ থেকে পাইপগান ও এক রাউন্ড কার্তুজ উদ্ধার হতেই পুলিশ তাকে গ্রেপ্তার করে । এদিনই ধৃতকে ধৃতকে কালনা মহকুমা আদালতে পেশ করে পুলিশ তদন্তের প্রয়োজনে নিজেদের নিয়েছে ।
পুলিশ জানিয়েছে , মন্তেশ্বরের তেঁতুলিয়ার বাবুলাল শেখ একজন দাগী দুস্কৃতি । অপরাধমূলক কাজকর্ম করানোর জন্য তাকে অনেকেই হায়ার করে।কয়েক মাস আগে হাঁপানিয়া এলাকায় একটি খুনের ঘটনা ঘটেছিল। সেই খুনের ঘটনার সঙ্গে বাবুলাল শেখ জড়িত রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।এছাড়াও অন্য কোন থানা এলাকায় কোনও ধরনের অপরাধমূলক কাজ করে বাবলু যোগ রয়েছে কিনা সেই বিষয়ে জানার জন্যে তাকে হেপাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ চালানো হচ্ছে ।পাশাপাশি বিভিণ্ন থানার সঙ্গে যোগাযোগ করেও বিস্তারিত খোঁজ খবর নেওয়াও শুরু হয়েছে বলে পূর্বস্থলী থানার এক পুলিশ অফিসার জানিয়েছেন ।।