এইদিন ওয়েবডেস্ক,মুম্বাই,০৮ মে : কেরালায় ‘লাভ জিহাদ’-এর উপর নির্মিত ‘দ্য কেরালা স্টোরি’ ছবিটির দেশের তথাকথিত সেকুলার রাজনৈতিক দলগুলি ও বুদ্ধিজীবীরা বিরোধিতা করলেও দর্শকদের কাছ থেকে প্রচুর ভালোবাসা পাচ্ছে । সুদীপ্ত সেন পরিচালিত ও বিপুল শাহ প্রযোজিত এই ছবিটির ভূয়সী প্রশংসা করছেন দর্শকরা । কিন্তু এই ছবিটি থেকে বঞ্চিত হতে হচ্ছে দক্ষিণের দুই রাজ্য – তামিলনাড়ু ও কেরালার মানুষকে । তামিলনাড়ুর মাল্টিপ্লেক্সে ‘দ্য কেরালা স্টোরি’ চলচ্চিত্রের প্রদর্শনের উপর নিষেধাজ্ঞা জারি করেছে স্টালিন সরকার । তিনি এটিকে সন্ত্রাস ছড়ানোর লক্ষ্যে নির্মিত চলচ্চিত্র বলে অভিহিত করেছেন । অন্যদিকে সরকারিভাবে নিষেধাজ্ঞা জারি না করলেও শাসকদল সিপিএম কেরালার প্রেক্ষাগৃহগুলিতে ছবিটির প্রদর্শন করতে দিচ্ছে না বলে অভিযোগ । মিডিয়া রিপোর্ট অনুযায়ী, তামিলনাড়ুর মাল্টিপ্লেক্সে ছবিটি প্রদর্শনের উপর নিষেধাজ্ঞার বিরুদ্ধে ‘দ্য কেরালা স্টোরি’র পরিচালক ও প্রযোজক আদালতে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন । এনিয়ে তাঁরা তীব্র ক্ষোভ প্রকাশও করেছেন । তারা বলছেন, এটা শুধু বেআইনিই নয়, মত প্রকাশের স্বাধীনতার মৌলিক গণতান্ত্রিক অধিকারেরও লঙ্ঘন ।
এদিকে সুদীপ্ত সেন পরিচালিত ‘দ্য কেরালা স্টোরি’ বক্স অফিসে অসাধারণ ব্যবসা করছে। ৩০ কোটির বাজেটে তৈরি এই ছবিটি তিন দিনে ৩৫ কোটির বেশি ব্যবসা করেছে । গত ৫ মে রিলিজের দিন ৮.০৩ কোটি টাকার ব্যবসা করেছে এই ছবিটি । দ্বিতীয় দিনে ১১ কোটি এবং তৃতীয় দিনে ১৬ কোটি টাকার ব্যবসা করেছে । ছবিটি মধ্যপ্রদেশে করমুক্ত করেছে শিবরাজ সিং চৌহান সরকার ।।