এইদিন ওয়েবডেস্ক,বাংলাদেশ,১৬ আগস্ট : শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে ভারতে পালিয়ে আসার পর থেকেই সেদেশের সংখ্যালঘু হিন্দুদের মারাত্মক হামলা চালিয়ে আসছে ইসলামপন্থীরা । এবারে বাংলাদেশের খুলনার কয়রা কপোতাক্ষ মহাবিদ্যালয়ের অধ্যক্ষ অদ্রীশ আদিত্য মন্ডলকে পদত্যাগ করতে বাধ্য করা হয়েছে বলে অভিযোগ উঠল । হিন্দু ভয়েস অধ্যক্ষের ছবিসহ টুই করে জানিয়েছে,ইসলামপন্থীরা এখন স্কুল-কলেজের হিন্দু শিক্ষকদের পদত্যাগ করতে বাধ্য করছে! ১৫ আগস্ট ইসলামপন্থীরা কলেজের অধ্যক্ষ অদ্রীশ আদিত্য মন্ডলকে পদত্যাগ করতে বাধ্য করেছে বলে অভিযোগ। পদত্যাগপত্রে তিনি পদত্যাগের ‘ব্যক্তিগত কারণ’ উল্লেখ করেছেন । অদ্রীশ আদিত্য মন্ডল ছিলেন কয়রা কপোতাক্ষ মহাবিদ্যালয়ের অধ্যক্ষ।
কলেজটি বাংলাদেশের খুলনা জেলার কয়রা উপজেলায় অবস্থিত।’
পোস্ট করা ওই পদত্যাগপত্রে অধ্যক্ষ অদ্রীশ আদিত্য মন্ডল লিখেছেন,’আমি খুলনার কপোতাক্ষ মহাবিদ্যালয়ের অধ্যক্ষ হিসাবে ২০১৭ সালের ২৯ জানুয়ারী থেকে আজ পর্যন্ত কর্মরত আছি । কিন্তু আমার ব্যক্তিগত বিশেষ অসুবিধার কারণে আমি স্বেচ্ছায় পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি । অতএব, জনাব সমীপে আমার প্রার্থনা এই যে আমার উল্লেখিত বিষয়টি মহানুভূতির সাথে গ্রহণ করে আমার পদত্যাগ পত্রটি গ্রহণের জন্য বিনয়ের সঙ্গে প্রার্থনা জানাচ্ছি ।’
ঘটনার বিবরণে জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে বেশ কিছু ইসলামপন্থী ছাত্র অধ্যক্ষ অদ্রীশ আদিত্য মন্ডলের বাড়ি ঘেরাও করে । তার বিরুদ্ধে একাধিক দুর্নীতি এবং অনিয়মের অভিযোগ আনা হয়। শেষ পর্যন্ত তিনি চাপে পড়ে পদত্যাগ দেওয়ার কথা ঘোষণা করতে বাধ্য হন বলে অভিযোগ । বাংলাদেশের সংবাদপত্র কালের কন্ঠ দাবি করেছে যে অধ্যক্ষের বিরুদ্ধে তদন্তে দুর্নীতি অভিযোগের সত্যতা প্রমাণ পাওয়া গেছে । যদিও এই বিষয়ে অধ্যক্ষের কোন মতামত পাওয়া যায়নি ।।