এইদিন ওয়েবডেস্ক,মালদা,০২ জুন : শ্বশুরবাড়ির অনতিদূরে আমবাগানের একটি আমগাছ থেকে এক গৃহবধূর ঝুলন্ত অর্ধনগ্ন দেহ উদ্ধার হল । মালদা জেলার ইংরেজবাজার থানা এলাকার এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় । পুলিশ জানিয়েছে মৃতার নাম সুন্দরী মন্ডল (২৮) । বুধবার সকালে ইংরেজবাজার থানার বাগবাড়ি বাঁধ এলাকাযর একটি আমবাগান থেকে ওই বধুর ঝুলন্ত অর্ধনগ্ন দেহটি উদ্ধার করে পুলিশ । পরে মৃতদেহটি ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয় । ঘটনাটি খুন না আত্মহত্যা তা নিয়ে রহস্য দানা বেঁধেছে । পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পরেই মৃত্যুর প্রকৃত কারন জানা যাবে ।
স্থানীয় সুত্রে জানা গেছে, ইংরেজবাজার থানার বাগবাড়ি বাঁধ এলাকার বাসিন্দা সুন্দরী মন্ডলের দুই শিশু সন্তান রয়েছে । বধুর স্বামী কৃষ্ণ মন্ডল ভিন রাজ্যে শ্রমিকের কাজ করেন । লকডাউনের কারনে বাড়ি ফিরে আসে কৃষ্ণ । কৃষ্ণ মণ্ডল বলেন, ‘মালিকের কাছ থেকে ১৫ হাজার টাকা অগ্রিম নিয়ে এসেছিলাম । মালিক কাজে ফিরে যাওয়ার জন্য তাগাদা দিচ্ছিল । তাই ফের কর্মস্থলে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিই । কিন্তু আমার স্ত্রী বলে বাচ্ছাদের নিয়ে সেও সঙ্গে যাবে । কিন্তু আমি রাজি হইনি । এনিয়ে মঙ্গলবার সন্ধ্যায় আমার স্ত্রীর সঙ্গে আমার কথাকাটাকাটিও হয় । তারপর সন্ধ্যা ৭ টা নাগাদ আমার স্ত্রী বাড়ি থেকে বেড়িয়ে যায় । আমি অনেক খোঁজাখুঁজি করি । কিন্তু কোনও সন্ধান পাইনি । এদিন সকালে খবর পাই আমার স্ত্রী আত্মহত্যা করেছে ।’
যদিও স্থানীয়দের অভিযোগ,দাদনের অগ্রিম টাকা নিয়েও কাজে যায়নি কৃষ্ণ মণ্ডল । এদিকে ওই টাকা সে জুয়া আর মদে উড়িয়ে দেয় । এদিকে স্বামীকে কাছে পাঠানোর জন স্ত্রীকে চাপ দিতে শুরু করে ঠিকাদার সংস্থা ।এনিয়ে গত কয়েকদিন ধরে স্বামী-স্ত্রীর মধ্যে ঝামেলা চলছিল । মঙ্গলবার সন্ধ্যাতেও ফের নিয়ে দু’জনের মধ্যে তুমুল কথা কাটাকাটি হয় । সেই সময় কৃষ্ণ তাঁর স্ত্রীকে মারধরও করে বলে অভিযোগ । এরপর বাড়ি থেকে বেড়িয়ে যায় ওই গৃহবধু ।
স্থানীয় সুত্রে জানা গেছে,বাগবাড়ি বাঁধ এলাকায় কৃষ্ণ মণ্ডলের বাড়ির কিছুটা দুরে রয়েছে ওই আমবাগানটি । এদিন সকালে আমবাগানের শ্রমিকরা কাজে গিয়ে দেখেন একটি গাছ থেকে ঝুলছে কাপড়ের ফাঁস দেওয়া ওই বধুর অর্ধনগ্ন দেহটি । খবর পেয়ে ঘটনাস্থলে আসে বধুর স্বামী । পরে ইংরেজবাজার থানার পুলিশ এসে দেহটি উদ্ধার করে নিয়ে যায় । ঘটনার কথা জানাজানি হতেই ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় এলাকায় । ঘটনাটি
খুন না আত্মহত্যা তা নিয়ে তদন্ত শুরু করেছে ইংরেজবাজার থানার পুলিশ ।।