এইদিন ওয়েবডেস্ক,ভাতার(পূর্ব বর্ধমান),৩০ মে : নিয়ন্ত্রণ হারিয়ে নয়ানজুলিতে উলটে গেল দুধের গাড়ি । দুর্ঘটনায় জখম হয়েছে গাড়ির চালক । নষ্ট হয়েছে প্রচুর দুধ । রবিবার সকালে দুর্ঘটনাটি ঘটেছে ভাতারের রামপুর গ্রামের কাছে দেবপুর মাহিনগর রোডে । স্থানীয় সূত্রে জানা গেছে, গাড়িটি করে কামারপাড়া ডিপোয় দুধ সরবরাহ করা হয় । এদিন সকালে ভাতারের দেবপুর ও মঙ্গলকোটের আওগ্রাম সংলগ্ন কয়েকটি গ্রাম থেকে দুধ সংগ্রহ করে গাড়িটি ডিপোর উদ্দেশ্যে যাচ্ছিল । কিন্তু রামপুর গ্রামের কাছে আসতেই নিয়ন্ত্রণ হারিয়ে নয়ানজুলিতে উল্টে যায় গাড়িটি । গাড়িতে থাকা দুধের কন্টেনারগুলি উলটে গেলে প্রচুর দুধ মাটিতে পড়ে নষ্ট হয় । এই ঘটনায় গাড়ির চালক আহত হয় । স্থানীয় এসে তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য পাঠায় । পরে খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ ।।