শেখ মিলন,ভাতার(পূর্ব বর্ধমান),৩০ মে : ফের চোলাই মদের অবৈধ কারবার বন্ধে অভিযান চালালো পূর্ব বর্ধমান জেলার ভাতার থানার পুলিশ । গ্রেফতার হল ৪ চোলাই কারবারি । পুলিশ জানিয়েছে ধৃতদের নাম সনাতন সরেন, বিশু বেশরা, সাহেব মাড্ডি ও সুরজ দাস । ধৃতদের মধ্যে প্রথম ৩ জনের বাড়ি ভাতার থানার গর্দানমারি এলাকায় । চতুর্থজন স্বর্ণচালিদা গ্রামের বাসিন্দা । শনিবার রাতে তাঁদের বাড়ি থেকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ । ধৃতদের কাছ থেকে মোট ৫০ লিটার চোলাই মদ উদ্ধার করে বাজেয়াপ্ত করা হয়েছে বলে পুলিশ সুত্রে খবর । রবিবার ধৃতদের বর্ধমান আদালতে পাঠানো হয় ।
পুলিশ সুত্রে জানা গেছে, ওই চারজন লকডাউনের মধ্যে বাড়িতে বসে বেআইনি চোলাই মদের কারবার চালাচ্ছিল । শনিবার রাতে গোপন সূত্র থেকে ভাতার থানায় খবর আসে । সঙ্গে সঙ্গে পুলিশের দুটি পৃথক দল দুই গ্রামে হানা দেয় ৷ তারপর বমাল গ্রেফতার করা হয় ওই চারজনকে । অবৈধ চোলাই মদের কারবার বন্ধে লাগাতার অভিযান চলবে বলে জানিয়েছে পুলিশ ।।