দিব্যেন্দু রায়,ভাতার(পূর্ব বর্ধমান),২৯ জুলাই : পূর্ব বর্ধমান জেলার ভাতার থানার মান্দারবাটি গ্রামে বিদ্যুৎ মাজি(১৪) নামে এক ছাত্রের দেহ ট্রাক্টরের ফালে জড়িয়ে টুকরো টুকরো হয়ে যাওয়ার ঘটনায় ওই ট্রাক্টরের চালককে গ্রেফতার করল পুলিশ । পুলিশ জানিয়েছে, ধৃতের নাম মদন মালিক।মান্দারবাটি গ্রামের বাসিন্দা ওই ব্যক্তিকে বৃহস্পতিবার রাতে বাড়ি থেকে গ্রেফতার করা হয় । শুক্রবার পাঠানো হয় বর্ধমান আদালতে ।
ঘটনাটি ঘটে গত ১৯ জুলাই মঙ্গলবার সন্ধ্যার দিকে । ওইদিন রোট্যারি টিলার ট্রাক্ট্রর দিয়ে গ্রামেরই এক কৃষকের জমিতে চাষ দিচ্ছিলেন মদন মালিক ।বন্ধুবান্ধবদের সঙ্গে জমির আলে দাঁড়িয়ে চাষ দেওয়া দেখছিল বিদ্যুৎ । সেই সময় ট্রাক্টরটি পিছতে গেলে বিদ্যুৎ ফালে জড়িয়ে যায় । অনান্যদের চিৎকার শুনে চালক ট্রাক্টরটি দাঁড় করিয়ে দেয় । কিন্তু তার আগেই বিদ্যুতের দেহের ২৫ টি টুকরো হয়ে যায় । পরে ট্রাক্টর চালকের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রজু করা হয়। অবশেষে বৃহস্পতিবার তাঁকে গ্রেফতার করে ভাতার থানার পুলিশ । জানা গেছে, পেশায় জনমজুর তরুণ মাজি ও কল্পনা মাজির একমাত্র ছেলে ছিল বিদ্যুৎ । ওড়গ্রাম হাই মাদ্রাসার অষ্টম শ্রেণির ছাত্র ছিল সে ।।