এইদিন ওয়েবডেস্ক,মালদা,১৪ মে : এক দম্পতির পচাগলা দেহ উদ্ধার ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়াল মালদা জেলার গাজোলের বিদ্যাসাগর পল্লি এলাকায় । পুলিশ জানিয়েছে মৃত দম্পতির নাম গৌতম সরকার ও তাপসী সরকার । তাঁদের বাড়ি উত্তর দিনাজপুর জেলার ইটাহার থানার অন্তর্গত ব্যাঙ্গার এলাকায়। বিদ্যাসাগর পল্লির একটি বাড়িতে ভাড়া থাকতেন ওই দম্পতি । বৃহস্পতিবার রাতে ওই বাড়ি থেকে দম্পতির পচাগলা দেহ উদ্ধার করে গাজোল থানার পুলিশ ।
পরিবার সুত্রে জানা গেছে, ইটাহার থানার অন্তর্গত ব্যাঙ্গার এলাকার বাসিন্দা কৃষ্ণকমল অধিকারী নামে এক ব্যাক্তি তাপসী সরকারকে নার্সের চাকরী পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন । এজন্য তিনি তাপসীদেবীর কাছ নগদ ৪ লক্ষ টাকা নিয়েছিলেন । তারপর নার্সিংয়ের ট্রেনিংয়ের নাম করে গত ৮ এপ্রিল তাপসীদেবী ও তাঁর স্বামীকে মালদার গাজোল এলাকায় নিয়ে আসে । গাজোলের বিদ্যাসাগর পল্লিতে তাঁদের একটি ভাড়া বাড়িও ঠিক করে দিয়েছিলেন কৃষ্ণকমল অধিকারী ।
জানা গেছে,দম্পতির সঙ্গে তাঁদের পরিবারের লোকজনের নিয়মিত কথাবার্তা হত । কিন্তু বিগত কয়েকদিন ধরে তাঁদের সঙ্গে যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায় । সন্দেহ হওয়ায় ইটাহার থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে মৃত দম্পতির বাড়ির লোকজন । মৃতের পরিবারের লোকজন পুলিশের কাছে আশঙ্কা প্রকাশ করেন,কৃষ্ণকমল অধিকারীই ওই দম্পতিকে খুন করেছে । এরপর অভিযুক্ত ব্যক্তিকে আটক করে জিজ্ঞাসাবাদ করে পুলিশ । পুলিশের জেরায় কৃষ্ণকমল ভাড়া বাড়ির হদিশ দেয় । এরপর গাজোল থানার পুলিশের সহায়তায় বিদ্যাসাগর পল্লির ওই ভাড়া বাড়িতে যায় ইটাহার থানার পুলিশ । সেখানে গিয়ে পুলিশ ওই দম্পতির পচাগলা দেহ দেখতে পায় ।
প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান কয়েক দিন আগেই ওই দম্পতি মারা গেছেন । পুলিশ জানিয়েছে,ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারন জানা যাবে ।।