এইদিন ওয়েবডেস্ক,ভাতার(পূর্ব বর্ধমান),২০ মে : করোনা নিয়ে সচেতন করতে পথে নামলেন পূর্ব বর্ধমান জেলার ভাতারের এক দম্পতি । ভাতারের বলগোনা এলাকার বাসিন্দা ওই দম্পতির নাম শেখ রাজু ও তার স্ত্রী টুকটুকি খাতুন । বৃহস্পতিবার সকালে ভাতার বাজারে করোনা নিয়ে প্রচারের পাশাপাশি নিজেদের খরচে মাস্ক ও সচেতনতামূলক লিফলেট করতে দেখা গেল ওই দম্পতিকে ।
এদিন একদিকে হাতে মাইক নিয়ে করোনা নিয়ে সচেতনতামূলক প্রচার করতে দেখা যায় শেখ রাজুকে । বাজারে আগত মানুষদের উদ্দেশ্যে তিনি আহ্বান জানান, সকলে যেন করোনা বিধি ঠিকঠাক পালন করেন । মাস্ক ও নিয়মিত স্যানিটাইজার ব্যাবহারের জন্য এলাকাবাসীর কাছে আহ্বান জানান তিনি । পাশাপাশি তাঁর স্ত্রী টুকটুকি খাতুন মাস্কবিহীন পথচারীদের হাতে একটি করে নতুন মাস্ক তুলে দেন । এদিন দম্পতির সঙ্গে শেখ রাজুর দুই বন্ধুকেও দেখা যায় । তাঁরা পথচারীদের হাতে সচেতনতামূলক লিফলেট তুলে দেন । দম্পতি জানিয়েছেন,ভাতার এলাকায় ক্রমবর্ধমান কোভিড সংক্রমন দেখে তাঁরা এই উদ্যোগ নিয়েছেন । দম্পতির এই উদ্যোগের প্রশংসা করেছে এলাকাবাসী ।।