প্রদীপ চট্টোপাধ্যায়,বর্ধমান,০৫ মে : লোকসভা ভোট হোক বা বিধানসভা,বিতর্কে জর্জরিত হয়ে পড়ে ইলেকট্রনিক ভোটিং মেশিন অর্থাৎ ইভিএম। অষ্টাদশ লোকসভা ভোটেও তার কোন ব্যতিক্রম হল না।বিজেপিকে সুবিধা পাইয়ে দিতে ৩৮ নম্বর বর্ধমান পূর্ব লোকসভা আসনের ইভিএম ত্রুটিপূর্ণ ভাবে তৈরি করা হয়েছে বলে অভিযোগ তুলে স্বোচ্চার হল তৃণমূল।শুধু স্বোচ্চার হওয়াই নয় ,এই ঘটনা নিয়ে রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথের নেতৃত্বে তৃণমূল কর্মীরা পথ অবরোধ করে বিক্ষোভ দেখায়।পরে বিষয়টি নিয়ে তারা মহকুমা শাসকের দফতরে অভিযোগও দায়ের করেন।যদিও ধোপে টেকেনি তৃণমূলের অভিযোগ।
বর্ধমান পূর্ব লোকসভা আসনে ভোট হবে আগামী ১৩ মে । তার আগে রবিবার ছিল এই লোকসভা অধীন পূর্বস্থলী দক্ষিণ বিধানসভা কেন্দ্রের ইভিএম কমিশানিং-এর দিন তাতে অংশ নেয় তৃণমূল নেতৃত্ব। পূর্বস্থলী ১ নম্বর ব্লক তৃণমূলের সভাপতি রাজকুমার পান্ডে অভিযোগে জানিয়েছেন,কমিশনিংয়ে অংশ নিয়ে তারা যখন ইভিএম মেশিন দেখেন তখন কার্যত তাঁদের চক্ষু চড়কগাছ হয়ে যায় । রাজকুমার বাবু বলেন,“৩৮ নং বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রের অন্তর্গত ২৬৮ নং পূর্বস্থলী দক্ষিণ বিধানসভা কেন্দ্রের ইভিএম যন্ত্রে সাতজন নির্দিষ্ট প্রার্থীর এবং নোটা সহ মোট ৮ জনের তালিকা থাকার কথা।কিন্তু ইভিএম যন্ত্রে ৯ জনের তালিকা দেখাযায়।এই বিষয়টি তাঁদের কাছে সন্দেহজনক ঠেকে। বিজেপিকে সুবিধা করে দিতেই নির্বাচন কমিশন চক্রান্ত করে এমন ত্রুটিপূর্ণ ইভিএম মেশিন তৈরী করেছে বলেই তাঁরা মনে করছেন। তাই গোটা বিষয়টি নিয়ে কালনা মহকুমার মহকুমা শাসকের কাছে অভিযোগ জানিয়েছেন বলে রাজকুমার পাণ্ডে জানিয়েছেন ।
পূর্বস্থলী দক্ষিণ বিধানসভা রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথের খাসতালুক । এদিন মন্ত্রী স্বপন দেবনাথ এবং স্থানীয় পঞ্চায়েত সমিতির সভাপতি দিলীপ মল্লিকের বক্তব্য,ইভিএমে এমন ত্রুটির পিছনে বিজেপি চক্রান্ত ও নির্বাচন কমিশনের ষড়যন্ত্র রয়েছে বলেই তাঁরা মনে করছেন । তাই এই চক্রান্ত ও ষড়যন্ত্র নিয়ে এদিন পূর্বস্থলী-১ ব্লকের শ্রীরামপুর ইউনাইটেড স্কুলের সামনে এসটিকেকে রোডের উপর বেশকিছুক্ষণ দাঁড়িয়ে তাঁরা প্রতিবাদ জানান। পরেই কালনা মহকুমাশাসকের দফতরে ইভিএম ও ভিভি প্যাড যন্ত্র বাতিলের দাবি সহ ঘটনায় জড়িত দোষীদের শাস্তির দাবিতে অভিযোগ জমা করেছেন। ইভিয়েমে এমন ত্রটি সংশোধন করা না হলে আন্দোলন আরো বৃহত্ত্বর রুপ নেবে বলে মন্ত্রী স্বপন দেবনাথ জানিয়েছেন।
এবিষয়ে কালনার মহকুমা শাসক শুভম আগরওয়াল জানিয়েছেন,ইভিএম নিয়ে একটা অভিযোগ এসেছিল।অভিযোগের পর নির্বাচন কমিশনের জেনারেল অবজার্ভারকে সঙ্গে নিয়ে আমরা ওখানে গিয়েছিলাম।রাজনৈতিক দলের প্রতিনিধিরাও ছিলেন।সন্দেহ তৈরী হলেও তেমন কিছু ধরা পড়ে নেই।জেলা বিজেপি নেতা মৃত্যুঞ্জয় চন্দ্র এনিয়ে কটাক্ষ করে বলেন,পরাজয়ের আতঙ্কে তৃণমূলের নেতারা এখনই বিভ্রান্ত হয়ে পড়েছে। তাই তারা এখন থেকেই ইভিএম নিয়ে আতঙ্কে উন্মাদ সুলভ কাণ্ড ঘটিয়ে বসছে।
এক সপ্তাহ পরেই বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রে ভোট।তার আগেই রবিবার দুপুরে ইভিএম মেশিনে কারচুপির অভিযোগ তুলে রাস্তায় নেমে প্রতিবাদ জানালেন পূর্বস্থলী দক্ষিণ বিধানসভার বিধায়ক তথা রাজ্যের প্রাণীসম্পদ বিকাশ দফতরের মন্ত্রী স্বপন দেবনাথ ও তৃণমূল নেতৃত্ব।পূর্বস্থলী-১ ব্লকের শ্রীরামপুর ইউনাইটেড স্কুলের সামনে এসটিকেকে রোডের উপর চড়া রোদে দাঁড়িয়ে বেশ কিছুক্ষণ প্রতিবাদ জানানোর পরেই কালনা মহকুমাশাসকের দফতরে ইভিএম ও ভিভি প্যাড যন্ত্র বাতিলের দাবিতে ও দোষীদের শাস্তির দাবিতে একটি অভিযোগপত্র জমা দেন তারা ।
তৃণমূল নেতৃত্বের দাবি,মন্ত্রীর এই ঘাঁটি তৃণমূলের শক্ত ঘাঁটি।তাই এখানে ওই মেশিনের মাধ্যমে ভোটে কারচুপি করতে চাইছে।এই আশঙ্কা করছি।আমাদের দাবিগুলি অবর্জাভারের সঙ্গে আলোচনা করব।তিনি যদি সহমত হন তবেই কাজ শুরু করব।আর তা নাহলে এই আন্দোলন চলবে।।