এইদিন ওয়েবডেস্ক,কাটোয়া(পূর্ব বর্ধমান),৩০ এপ্রিল : রবিবার ভোট গননা । তার আগে চুড়ান্ত তৎপরতা শুরু হয়ে গেল পূর্ব বর্ধমান জেলার কাটোয়ায় । শুক্রবার দেখা গেল স্যানিটাইজ করা হচ্ছে গননাকেন্দ্র । বাদ গেল না সরকারি অফিস, আদালত ও শহরের রাস্তাঘাটগুলিও । পাশাপাশি নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী চললো কাউন্টিং এজেন্টদের জন্য করোনা টেস্টে । কাটোয়ার পাশাপাশি এদিন ভাতার বিডিও অফিসেও কাউন্টিং এজেন্টদের জন্য কোভিড পরীক্ষার ব্যবস্থা করা হয়েছিল । র্যাপিড টেষ্ট করাতেই কাটোয়ায় ৪ জন ও ভাতারে ৪ জনের রিপোর্ট কোভিড পজিটিভ রিপোর্ট আসে বলে খবর ।
বর্তমানে কোভিড অতিমারী চুড়ান্ত সীমায় । প্রতিদিনই জেলা জুড়ে প্রচুর মানুষের আক্রান্ত হওয়ার খবর মিলছে । তাই ভোট গননা কেন্দ্রের জন্য বিশেষ সতর্কতামূলক ব্যাবস্থা নিয়েছে নির্বাচন কমিশন । করোনা নেগেটিভের শংসাপত্র অথবা ভ্যাকসিনের দুটি ডোজ নেওয়ার সার্টিফিকেট থাকলে তবেই গণনাকেন্দ্রে প্রবেশ করতে দেওয়া হবে বলে নোটিফিকেশন জারি করেছে নির্বাচন কমিশন । যাদের ওই দুই প্রকার শংসাপত্র নেই ওই সমস্ত নির্বাচনী এজেন্ট,ভোট গননা কর্মী ছাড়াও সংবাদ মাধ্যমের কর্মীদের জন্যও কোভিড টেস্টের ব্যাবস্থা করা হয়েছে ।
এদিন কাটোয়া মহকুমা শাসকের দফতরের ভবনের তিনতলার একটি ঘরে বিভিন্ন দলের এজেন্টদের জন্য র্যাপিড টেস্টের ব্যবস্থা করা হয়েছিল । জানা গেছে, দুপুর পর্যন্ত মোট ৫৪ জনের পরীক্ষা করা হয়েছিল । তাদের মধ্যে দুজনের পজিটিভ রিপোর্ট আসে । সেই সঙ্গে এদিন কাটোয়া পুরসভার স্বাস্থ্য কেন্দ্রে ৩৫ জনের বেশি রাজনৈতিক কর্মীর করোনা পরীক্ষা করার পর দু’জনের শরীরে কোভিড পজেটিভ ধরা পড়েছে । কাটোয়ার পাশাপাশি এদিন পূর্ব বর্ধমান জেলার ভাতার বিডিও অফিসেও কাউন্টিং এজেন্টদের জন্য কোভিড পরীক্ষার ব্যবস্থা করা হয়েছিল । মোট ১৩৯ জনের পরীক্ষা করা হলে ৪ জনের পজিটিভ রিপোর্ট পাওয়া গিয়েছে বলে খবর । আক্রান্তদের আইসোলেট করার ব্যবস্থা করা হচ্ছে বলে প্রশাসন সুত্রে খবর । বর্ধমান শহরের এমবিসি ও ইউআইটি গননা কেন্দ্রে যে সমস্ত সাংবাদিকরা খবর সংগ্রহ করার জন্য থাকবেন তাঁদের জন্য এদিন কোভিড টেস্টের ব্যাবস্থা করা হয়েছিল বর্ধমান শহরের সংস্কৃতি লোকমঞ্চে ।
কাটোয়া মহকুমা এলাকার কাটোয়া, কেতুগ্রাম ও মঙ্গলকোট এই তিন আসনের ভোট গননার ব্যাবস্থা করা হয়েছে কাটোয়া কলেজে । কাটোয়া কলেজের দু’টি হল ঘরে ৭ টি করে মোট ১৪ টি টেবিলে ভোট গণনা করা হবে। এছাড়াও থাকছে পাঁচ হাজারের বেশি পোস্টাল ব্যালট গণনার জন্য পৃথক ঘরের ব্যবস্থা । অন্যদিকে ভাতার বিধানসভার ভোট গননা হবে বর্ধমানের ইউআইটি গননা কেন্দ্রে ।।