এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,২৩ জুলাই : দুর্গাপূজা কমিটিগুলির অনুদান বাড়িয়ে ৮৫ হাজার টাকা করলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি । গতবার ৭০ হাজার টাকা করে দেওয়া হয়েছিল । আগামী বছর এই অনুদান বেড়ে ১ লক্ষ টাকা হতে পারে বলেও ইঙ্গিত দিয়েছেন তিনি । আজ সোমবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে বিকাল ৪ টে থেকে পুজো কমিটিগুলির সঙ্গে বৈঠক করেন মুখ্যমন্ত্রী । বৈঠকে ছিলেন মুখ্যসচিব বিপি গোপালিকা, পুলিশ কমিশনার রাজীব কুমার।
বৈঠকে মুখ্যমন্ত্রী জানান,রাজ্যের ৪৩ হাজার ক্লাবকে দুর্গাপুজোর অনুদান বাবদ ৮৫ হাজার টাকা করে দেওয়া হবে। পাশাপাশি ছাড় দেওয়া হল বিদ্যুতে। গতবার বিদ্যুতের ক্ষেত্রে ছাড় দেওয়া হয়েছিল ৬৬ শতাংশ। এবার ছাড় দেওয়া হয়েছে ৭৫ শতাংশ। এছাড়া মকুব করা হয়েছে ফায়ার লাইসেন্স সহ সমস্ত ধরনের কর । এবছর ৯ অক্টোবর দুর্গাপুজোর মহাষষ্ঠী । ১৫ অক্টোবর দুর্গাপুজো কার্নিভাল হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী । প্রসঙ্গত,২০১১ সালে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার পরে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি দুর্গাপুজো কমিটিগুলিকে আর্থিক অনুদান দেওয়া শুরু করেছিলেন ।।