এইদিন ওয়েবডেস্ক,নয়া দিল্লি,২৬ মার্চ : ৫ অক্টোবর দিনটিকে ‘জাতীয় ডলফিন দিবস’ হিসাবে ঘোষণা করল কেন্দ্র সরকার । শুক্রবার কেন্দ্রীয় পরিবেশ মন্ত্রী ভূপেন্দ্র যাদব টুইটারে এই ঘোষণা করে জানান,’আনন্দের সাথে জানাচ্ছি যে জাতীয় বন্যপ্রাণী বোর্ডের স্থায়ী কমিটির ৬৭ তম সভায় সিদ্ধান্ত হয়েছে যে চলতি বছর ৫ অক্টোবর থেকে জাতীয় ডলফিন দিবস হিসেবে পালিত হবে । এই প্রজাতির সংরক্ষণের জন্য সচেতনতা বৃদ্ধি এবং তাতে বিভিন্ন সম্প্রদায়ের সহযোগিতা আবশ্যক ।’ জানা গেছে,ডলফিন রক্ষার্থে বন্যপ্রাণী বোর্ডের স্থায়ী কমিটির সভায় ৪০টি প্রস্তাব বিবেচনা করা হয় এবং গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি প্রকল্পের সুপারিশ করা হয়েছে । এছাড়াও স্থানীয় জনগোষ্ঠীর জীবিকা নির্বাহের জন্য প্রয়োজনীয় বেশ কিছু প্রকল্পও অনুমোদন করা হয়েছে বলে জানা গেছে ।
ভারতে মূলত গাঙ্গেয় ডলফিনের বেশি দেখা যায় । মিষ্টি জলের ডলফিনের এই প্রজাতিটি আসাম বিহার,ঝাড়খণ্ড,মধ্যপ্রদেশ,রাজস্থান,উত্তর প্রদেশ এবং পশ্চিমবঙ্গে গঙ্গা নদীর অববাহিকায় দেখতে পাওয়া যায় । কিন্তু চোরা শিকার ও মাছ ধরার নাইলনের জালে আটকে মৃত্যুর কারনে গাঙ্গেয় ডলফিনের সংখ্যা প্রচুর পরিমানে কমে গেছে ও যাচ্ছে । সরকারি রিপোর্ট অনুযায়ী, বর্তমানে ভারতে গ্যালাকটিক ডলফিনের সংখ্যা ৩,৭০০ ।
উল্লেখ্য,গঙ্গা নদীর ডলফিনকে ২০১০ সালে জাতীয় জলজ প্রজাতি হিসেবে ঘোষণা করা হয়েছিল । প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মিষ্টি জলের এবং সামুদ্রিক ডলফিন উভয়ের সংরক্ষণের জন্য ২০২০ সালের আগস্ট মাসে ‘প্রজেক্ট ডলফিন’ ঘোষণা করেছিলেন । এবার ৫ অক্টোবর দিনটি ‘জাতীয় ডলফিন দিবস’ ঘোষণা করল কেন্দ্রীয় পরিবেশ মন্ত্রক ।।