এইদিন ওয়েবডেস্ক,বাঁকুড়া,২৮ আগস্ট : বাঁকুড়ায় দ্বিতীয় দিনে সিবিআইয়ের তদন্তকারী দল ইন্দাস ও কোতুলপুরে বিজেপি কর্মীদের মৃত্যুর ঘটনাস্থল পরিদর্শন করলেন । আদালতের নির্দেশে ভোট পরবর্তী হিংসার তদন্তে বাঁকুড়ায় এসে পৌঁছেছে সিবিআইয়ের বিশেষ তদন্তকারী দল । শনিবার দ্বিতীয় দিনের তদন্তে সিবিআইয়ের তদন্তকারী দলটি প্রথমে ইন্দাসের নাড়রা গ্রামের বাসিন্দা অরুপ রুইদাসের মৃতদেহ যেখান থেকে উদ্ধার হয় সেই বাঁকুড়া-পূর্ব বর্ধমান সীমান্তের খণ্ডঘোষে যান ।
প্রসঙ্গত, গত ৫ মে এলাকায় বিজেপি কর্মী হিসেবে পরিচিত ও বিধানসভা নির্বাচনে বুথ এজেন্টের দায়িত্বে থাকা অরুপ রুইদাসের ঝুলন্ত দেহ উদ্ধার হয় খণ্ডঘোষ থেকে । শুক্রবার মৃত অরুপ রুইদাসের বাড়িতে গিয়েছিলেন সিবিআইয়ের তদন্তকারী দলের সদস্যরা ।
অন্যদিকে ভোট-পরবর্তী হিংসার বলি হয়েছিলেন কোতুলপুর থানার রায়বাঘিনী গ্রামের বাসিন্দা কুশ ক্ষেত্রপাল । পরিবারের লোকের অভিযোগ কুশ ক্ষেত্রফলের দাদা বিজেপির বুথ এজেন্ট ছিলেন ।
শুধুমাত্র সেই অপরাধেই তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা কুশকে খুন করে বলে অভিযোগ ।
প্রসঙ্গত,কুশ ক্ষেত্রপাল এর বাড়ির পাশেই থাকা একটি পুকুর থেকে তিনি নিখোঁজ হওয়ার তিনদিন বাদে তাঁর পচা গলা মৃতদেহ উদ্ধার হয়েছিল । এদিন ঘটনাস্থল পরিদর্শন করলেন সিবিআইয়ের তদন্তকারী দলটি । এমনকি ঘটনাস্থলে পুঙ্খানুপুঙ্খ খতিয়ে দেখা হয় সিবিআইয়ের এর পক্ষ থেকে ।।