এইদিন ওয়েবডেস্ক,মালদা,০৪ ফেব্রুয়ারী : মালদার মানিকচক বিধানসভার রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা তৃণমূল কংগ্রেসের বিধায়কা সাবিত্রী মিত্রকে প্রাণে মারার চেষ্টার ঘটনায় যুক্ত গাড়িকে আটক করল পুলিশ । পুলিশ জানতে পেরেছে ওই গাড়ির মালিক বৈষ্ণবনগরের বাসিন্দা৷ বর্তমানে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ৷ তার মোবাইল বাজেয়াপ্ত করে খতিয়ে দেখছে পুলিশ ৷ তবে কি উদ্দেশ্যে তৃণমূল বিধায়িকার উপর হামলা চালানো হয়েছিল তা এখনো স্পষ্ট নয় । পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত চালছে ।
গত শনিবার রাতে মানিকচক থেকে মালদহ শহরের দিকে যাওয়ার সময় তৃণমূল বিধায়িকা সাবিত্রী মিত্রকে প্রাণে মেরে ফেলার উদ্দেশ্যে ওই চারচাকা গাড়ি দিয়ে বারবার ধাক্কা দেওয়ার চেষ্টা করা হয় বলে অভিযোগ । বিষয়টি বিধায়িকার কাছ থেকে খবর পেয়ে মানিকচক থানার পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে যায় । পরে ৪৭০৬ নম্বরে পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন সাবিত্রীদেবী ।
জানা গেছে, অভিযোগ পাওয়ার পর এলাকার সিসিটিভি ফুটেজের সূত্র ধরে ঘটনার তদন্তে নামে মানিকচক থানার পুলিশ । তখন মালদহের বৈষ্ণবনগর থানার ১৮ মাইল এলাকার বাসিন্দা মহম্মদ সানিজ আক্তারের নাম সামনে আসে । এরপরই তাকে মানিকচক থানায় ডেকে পাঠিয়ে ম্যারাথন জেরা চালায় পুলিশ । পুলিশ ওই ব্যক্তির গাড়িটিকে হেফাজতে নেওয়ার পাশাপাশি তার মোবাইল ফোনও হেফাজতে নিয়েছে। গাড়ির মালিকের বক্তব্য শুনুন 👇
যদিও গাড়ির মালিক মহম্মদ সানিজ আক্তারের কথায়,আমি ব্যবসা সূত্রে প্রতিনিয়ত মানিকচকে আসু । শনিবারেও মানিকচক আসার পর এক আত্মীয়ের বাড়ি থেকে নিজ বাড়ি ফিরছিলাম । রাস্তায় কোনো রকম কিছু ঘটনা ঘটেনি। স্বাভাবিক মত যেভাবে অন্যান্য গাড়ির পাশ কাটিয়ে যেতে হয় ঠিক সেভাবেই গিয়েছিলাম । আমি কোনো দুর্ঘটনা ঘটানোর চেষ্টা করেনি।পুলিসি তদন্তে পূর্ণাঙ্গ সহযোগিতা করব।’ তবে এই গোটা ঘটনায় তার গাড়ি ও মোবাইল ফোন পুলিশ হেফাজতে নেওয়ার কারণে তিনি মানসিক চাপে রয়েছেন।তিনি কোন রকম ভাবে কোন ঘটনা সঙ্গে যুক্ত নন বলে দাবি করেন তিনি ।।